ঢাকা: পপুলার লাইফ ইন্স্যুরেন্স সিনিয়র ডিভিশন ফুটবল লিগের শিরোপা জিতেছে বাড্ডা জাগরণী সংসদ। বুধবার তারা ঢাকা ওয়ান্ডারার্সকে ১-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে পিছিয়ে পড়েও ম্যাচ জেতে বাড্ডা জাগরণী। খেলার ৭৫ মিনিটে মো. অপুর গোলে এগিয়ে যায় ওয়ান্ডারার্স। এই গোল ৮৮ মিনিট পর্যন্ত ধরে রাখতে পারলেও পরের মিনিটে সমতা আনেন বাড্ডার মো. সাব্বির।
১-১ গোলের সমতায় শেষ হতে পারতো খেলা। কিন্তু সুযোগসন্ধানী সাব্বির অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে আরেকটি গোল করে বসেন।
বাড্ডা জাগরণী মোট ২৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হলো। নয়টি জয়, ড্র ও দুই ম্যাচে হার তাদের।
বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১২
এসএ/এফএইচএম