ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তুই রাজাকার: সংলাপ থেকে স্লোগান

এম. আব্দুল্লাহ আল মামুন খান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৩
তুই রাজাকার: সংলাপ থেকে স্লোগান

ময়মনসিংহ: বহুব্রীহি নাটকে এক টিয়ের ঠোঁটে ‘তুই রাজাকার’ শব্দগুচ্ছ বলিয়েছিলেন জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ।

সব কিছুকে স্বাভাবিক করে নেওয়ার ফর্মুলা শেখানো প্রয়াত এই কথাশিল্পীর সেই নাটুকে সংলাপ আজ হয়ে উঠেছে গণজাগরণের কালজয়ী স্লোগান।



রাজাকারদের ফাঁসির দাবিতে ছ’দিন ধরে শাহবাগে চলমান আন্দোলনের প্রধান প্রাণশক্তি এই স্লোগান। দেশের কোটি মানুষের কণ্ঠেও এখন সবচেয়ে বেশি ধ্বনিত হচ্ছে ‘তুই রাজাকার’ শব্দগুচ্ছ।

প্রতিবাদী, প্রত্যয়ী, আশাবাদী ও দুর্বীনিত তারুণ্যের কণ্ঠে উচ্চারিত এ শ্লোগান যেন হয়ে উঠেছে গোটা জাতির বিবেকের কন্ঠস্বর। যেন কাঁপিয়ে দিচ্ছে রাজাকার-আলবদরদের ভিত।

সম্প্রতি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের শীর্ষ নেতা কাদের মোল্লার ফাঁসির বদলে যাবজ্জীবন সাজা হওয়ায় ক্ষোভে ফেটে পড়ে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ। প্রতিবাদী তারুণ্য নেমে আসে রাস্তায়। সমবেত হয় এক মঞ্চে। নতুন করে আওয়াজ তোলে ‘তুই রাজাকার। ’

ফেসবুকেও অমর-অক্ষয়-অব্যয় প্রতিবাদী এ শ্লোগানের অমর স্রষ্টাকে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছেন অনেকে।    

ফেসবুকে এ শব্দগুচ্ছ নিয়ে আবেগ উদ্দীপ্ত পোষ্ট দিয়েছেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফেরদৌস আনাম জীবন।

লিখেছেন, “আপনার শিখিয়ে দেওয়া সেই শব্দটিই আজ সাম্প্রদায়িকতা বিরোধী তরুণদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে। চেতনার মশাল ধারণ করেছে। আপনি এ গণজাগরণ দেখলে সত্যিই খুব খুশি হতেন। ”

ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র রুহুল আমিন তুহিন লিখেছেন, “আপনি নেই। কিন্তু বাংলা সাহিত্যে অমর করে রেখে গেছেন নিজেকে। ‘তুই রাজাকার’ শব্দটি প্রথম উচ্চারণ করার সাহস দেখানোর কারণে আপনাকে স্যালুট। ’

“তরুণ প্রজন্ম হুমায়ূন আহমেদের সাহিত্যের বিচিত্রতা ও দৃষ্টিভঙ্গীর ধারায় দারুণভাবে প্রবাহিত” মন্তব্য করে ময়মনসিংহের বিশিষ্ট কবি শামসুল ফয়েজ বলেন, “তুই রাজাকার শব্দগুচ্ছ এখন মুক্তিযুদ্ধের আগুন বুকে জ্বালিয়ে রাখা নতুন প্রজন্মের কন্ঠস্বর হয়ে উঠেছে। ”

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৩
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, পলিটিক্যাল এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ