ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘গ্রামীণফোনের লাইসেন্স বাতিলের ইচ্ছা নেই’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, জুন ৩, ২০১৩
‘গ্রামীণফোনের লাইসেন্স বাতিলের ইচ্ছা নেই’

ঢাকা: বেসরকারি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের লাইসেন্স বাতিলের কোনো ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।



এর আগে গ্রামীণফোনের অন্যতম অংশীদারি প্রতিষ্ঠান টেলিনরের প্রতিনিধিরা অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় টেলিনরের প্রধান (এশিয়া) সিগভে ব্রেককে এবং গ্রামীণফোনের সিইও বিবেক সুধসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, “তাদের সঙ্গে থ্রি-জি লাইসেন্স ও গ্রামীণফোন প্রসঙ্গে গ্রামীণ কমিশনের প্রতিবেদন নিয়ে আলোচনা হয়েছে। গ্রামীণ কমিশনের প্রতিবেদনের বিষয়ে তারা অখুশি। তবে আমি তাদের এই বলে আশ্বস্ত করেছি যে, গ্রামীণফোনের লাইসেন্স বাতিলের কোনো ইচ্ছাই সরকারের নেই। ”

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুন ০৩, ২০১৩
এমআইএইচ/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অর্থনীতি-ব্যবসা এর সর্বশেষ