ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

খেলা

জাতীয় দলের ক্যাম্পে ৩৫ ফুটবলার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, জুন ২৩, ২০১৩

ঢাকা: সেপ্টেম্বরে নেপাল সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ৩৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আবাসিক ক্যাম্পের জন্য আগামী ২৮ জুন বাফুফে ভবনে বিকেল পাঁচটায় রিপোর্ট করতে বলা হয়েছে নির্বাচিত খেলোয়াড়দের।



খেলোয়াড়রা হলেন- শহিদুল আলম, ওয়ালী ফয়সাল, আতিকুর রহমান মিশু, প্রাণতোষ কুমার দাস, শাহেদুল আলম শাহেদ, আরমান আজিজ, শাখাওয়াত হোসেন রনি, মামুন খান, মেজবাবুল হক, সোহেল রানা, তপু বর্মণ, ওয়াহেদ আহমেদ, মোবারক হোসেন ভুইয়া, মাকসুদুর রহমান, আরিফুল ইসলাম, নাসির উদ্দিন চৌধুরী, রায়হান হাসান, অরূপ কুমার বৈদ্য, ইয়ামিন আহমেদ চৌধুরী, বিপ্লব ভট্টচার্য, মো: লিংকন, উত্তম কুমার বনিক, মামুনুল ইসলাম মামুন, জাহিদ হাসান এমিলি, মিঠুন চৌধুরী, জাহিদ হোসেন, নাহিদুল ইসলাম, কেষ্ট কুমার বোস, তকলিস আহমেদ, ওমর ফারুক বাবু, এএস ইউসুফ সিফাত, জিয়াউর রহমান জিয়া, ডেনমার্কের প্রবাসী বাংলাদেশি খেলোয়াড় জামাল ভুইয়া, অস্ট্রেলিয়ার আনন্দ রহমান এবং জার্মানির রিসাত খাতুন।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ২৩ জুন ২০১৩
এসএ/কেএন


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

খেলা এর সর্বশেষ