ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঈদের পঞ্চম দিনের টিভি অনুষ্ঠান

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৩
ঈদের পঞ্চম দিনের টিভি অনুষ্ঠান

এটিএন বাংলা
নাটক : ৫ পর্বের নাটক ‘ভুল ঠিকানায় যাত্রা’ (পর্ব-৫)। প্রচার হবে সন্ধ্যা ৬টা ১৫মিনিটে।

রচনা ও পরিচালনা মোহন খান। অভিনয়ে সজল, শাহেদ, রুমানা, শখ, মেহজাবিন, সাবাবা মোহন, আশরাফ কবীর, অঞ্জনা প্রমূখ। ‘বলবান জামাই’। প্রচার হবে রাত ৭টা ৪৫মিনিটে। পরিচালনা সাইদুল আনাম টুটুল। অভিনয়ে আমিরুল হক চৌধুরী, নাদিয়া, মীর সাব্বির, নাজনীন নাজ, কে এস ফিরোজ প্রমূখ। ‘বৌ বশিকরণ মন্ত্র’। প্রচার হবে রাত ৮টা ৫০মিনিটে। রচনা কামরুল আহসান, পরিচালনা ফজলুর রহমান। ‘নূপুর’। প্রচার হবে রাত ১১টা ৫০মিনিটে। রচনা রশীদ নিউটন পরিচালনায় শাহাদাৎ হোসেন সুজন।

টেলিফিল্ম : ‘হাসনা হেনা’। প্রচার হবে বিকেল ৩টা ৫মিনিটে। রচনা রোকেয়া ইসলাম, পরিচালনায় সাদেক সিদ্দিকী। অভিনয়ে চিত্র নায়িকা পপি, শাহরিয়ার শুভ, শহীদুল আলম সাচ্চু, আন্না, সাগর, আফজাল শরীফ, আশরাফ কবীর প্রমূখ।

সঙ্গীতানুষ্ঠান : ‘স্বর্ণালী গান’। প্রচার হবে বিকেল ৫টা ২০মিনিটে। পরিচালনা রুকসানা কবীর কাকলী।  

চলচ্চিত্র : “মিয়া বাড়ির চাকর”। প্রচার হবে সকাল ১০টা ৩০মিনিটে।   পরিচালনায় শাহাদাৎ হোসেন লিটন। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, রাজ্জাক, সুচরিতা, হুমায়ূন ফরীদি, খলিল, মিশা সওদাগর প্রমূখ।

আরটিভি
নাটক : যাত্রাভঙ্গ [৫ম পর্ব]। প্রচার হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। রচনা ও পরিচালনায় শিমুল সরকার। অভিনয়ে ফজলুর রহমান বাবু, কচি খন্দকার, সাজু খাদেম,  রুনা খান প্রমূখ। ‘বোকা  জামাই’। প্রচার হবে রাত ৭টা ১০মিনিটে। রচনা ও পরিচালনায়  ফজলুর রহমান। অভিনয়ে মীর সাব্বির, সুমাইয়া শিমু প্রমূখ।

`এলোমেলো শব্দের জলসিঁড়ি`। প্রচার হবে রাত ৯টা ২০মিনিটে। রচনা ও পরিচালনায় সাগর জাহান। অভিনয়ে-মোশাররফ করিম, তিশা প্রমূখ। ‘ছেলেটি নিরবে চলে গেল’ [৫ম পর্ব]। প্রচার হবে রাত ১১টা ৫মিনিটে। রচনা  কাজী শাহিদুল ইসলাম। পরিচালনায় সালাহউদ্দিন লাভলূ। অভিনয়ে মীর সাব্বির, আখম হাসান, ফজলুর রহমান বাবু, প্রভা, লিজা, ছন্দা ,সায়কা আহমেদ, মাসুম আজিজ, গোলাম হাবিব মধু প্রমূখ।

টেলিফিল্ম : `হাওয়া বেলুন` । প্রচার হবে দুপুর ১২টা ১০মিনিটে। রচনা হিরন জামান। পরিচালনায় সকাল আহমেদ। অভিনয়ে সজল, সুমাইয়া শিমু প্রমূখ।

চলচ্চিত্র : ‘আমার জান আমার প্রাণ’। প্রচার হবে বিকেল ২টা ৩০মিনিটে। অভিনয়ে  শাকিব খান, অপু বিশ্বাস, রেসি প্রমূখ।

সঙ্গীতানুষ্ঠান : লাইভ স্টুডিও কনসার্ট। প্রচার হবে রাত ১১টা ৪৫মিনিটে। অংশগ্রহণে হায়দার হোসেন ও মৌটুসী।

চ্যানেল আই
নাটক : ‘শূণ্য হাতে’। প্রচার রাত ৭ টা ৫০ মিনিট। রচনা মাসুম রেজা ও পরিচালনা সুমন আনোয়ার। অভিনয়ে প্রভা, ইন্তেখাব দিনার প্রমূখ।

‘যেন না ফুরায়’। প্রচার ৯ টা ৩৫মিনিট। রচনা ও পরিচালনা নাহিদ আহমেদ পিয়াল। অভিনয়ে রোমানা রশিদ ঈশিতা, ইমন, মাজনুন মিজান প্রমূখ।
 
টেলিফিল্ম : ‘দ্য লাস্ট ঠাকুর’। প্রচার বেলা ২ টা ৩০ মিনিট। এটি পরিচালনা করেছেন সাদিক আহমেদ। অভিনয়ে তারিক আনাম খান, আহমেদ রুবেল, আনিসুর রহমান মিলন প্রমূখ। ‘চেনা হয়ে যায় অচেনা’। প্রচার বেলা ৪ টা ৩০ মিনিট। রচনা এহতেশাম আহমেদ এবং চিত্রনাট্য ও পরিচালনায় নায়ক রাজ রাজ্জাক। অভিনয়ে নায়ক রাজ রাজ্জাক, নাসিমা খান, সম্রাট, মেহজাবিন প্রমূখ।

চলচ্চিত্র : ‘কোটি টাকার কাবিন’। প্রচার বেলা ১১ টা ০৫মিনিট। এফ আই মানিকের পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, রাজ্জাক, ফারুক প্রমূখ।

একুশে টেলিভিশন
নাটক : `টিপু সুলতানের হাতি`। প্রচার রাত ১০টা। হিমু আকরামের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন জাহিদ হাসান, রিফাত চৌধুরী, ফারুক আহমেদ, সফিউল আজম পিন্টু, দিশা ও সীমান্তসহ আরও অনেকে। `বাড়িয়ে দাও হাত`। প্রচার রাত ১১টা ২০ মিনিট। মোঃ মোবারক হোসেনের রচনা এবং পংকজ ঘোষের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন প্রভা, কল্যান, মম আলী, মোহন, শিখা দাস,পলিসহ আরো অনেকে।

টেলিফিল্ম : `ভালবাসায় সিক্ত নিরূপমা`। প্রচার বিকাল ৪টা ০৫ মিনিট। প্রভাত আহমেদের রচনা এবং জামাল মল্লিকের পরিচালনায় এ টেলিছবিতে অভিনয় করেছেন সুমাইয়া শিমু, রজত, রহমত আলী, ওয়াহিদা মল্লিক জলিসহ আরো অনেকে।

চলচ্চিত্র : মন ছুঁয়েছে মন। প্রচার দুপুর ১২ টা ৩০ মিনিট। এ ছবিতে অভিনয় করেছেন শাবনূর, রিয়াজ, জনা, শাহনূর, জায়েদ খান। ছবিটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান।

এনটিভি
নাটক: ‘মনের মত মন’। প্রচার রাত ৮টা ১০ মিনিট। ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন- তাহসান, তিশা, মেহেজাবিন, সাবেরী আলম, মাসুদ আলী খান প্রমূখ।

টেলিফিল্ম: ‘আঁধারের অবসান’। প্রচার দুপুর ২টা ৩৫ মিনিট। মারুফ রেহমানের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ। অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, নিপুণ, অর্ষা, রাখি প্রমূখ।

চলচ্চিত্র : ‘আমার স্বপ্ন আমার সংসার’। প্রচার  সকাল ১০টা ০৫ মিনিট। মনতাজুর রহমান আকবরের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন- ডিপজল, পূর্ণিমা, আমিন খান, রেসি, জায়েদ খান, কাজী হায়াত প্রমূখ।

বাংলাভিশন
নাটক : ৬ পর্বের ধারাবাহিক নাটক ‘সিকান্দার বক্স এখন বিরাট মডেল’। প্রচার হবে সন্ধ্যা ৬টা ২৫মিনিটে। রচনা ও পরিচালনায় সাগর জাহান। অভিনয়ে মোশাররফ করিম, মোনালিসা, ফারুক আহমেদ, তানিয়া আহমেদ, আরফান, আহসান কবির, হারুণ, রিপন প্রমূখ। ‘ছাপ’। প্রচার হবে রাত ৮টা ১০মিনিটে। রচনা ও পরিচালনায় অনিমেষ আইচ। অভিনয়ে মাহফুজ আহমেদ, ফারাহ রুমা প্রমূখ। ৬ পর্বের ধারাবাহিক নাটক ‘জামাই আদর’। প্রচার হবে রাত ১১টা ১০মিনিটে। রচনায় কাজী শাহীদুল ইসলাম, পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে মীর সাব্বির, আখম হাসান, ভাবনা, রুনা খান, প্রাণ রায়, হারুণ, তুলি, আফতাব, খদিজা, পঙ্কজ প্রমূখ। ‘অপেক্ষা’। প্রচার হবে রাত ১১টা ৫৫মিনিটে। রচনা বনফুল, চিত্রনাট্য ও পরিচালনায় আশরাফুল চনচল। অভিনয়ে মিলন, ঈশিতা প্রমূখ।

টেলিফিল্ম : ‘ডাকাতিয়া বাঁশি’। প্রচার হবে বিকেল ২টা ১০মিনিটে। রচনা ও পরিচালনায় আশফাক নিপুন। অভিনয়ে পার্থ বড়ুয়া, তিশা, তৌকির আহমেদ প্রমূখ।

চলচ্চিত্র : ‘বাধা’। প্রচার হবে সকাল ১০টা ১০মিনিটে। অভিনয়ে শাকিব খান, রিয়াজ, পূর্ণিমা প্রমুখ।

বৈশাখী
নাটক : ‘বলি বলি করে’। প্রচার হবে বিকেল ৩টায়। রচনা ও পরিচালনায় সাহজাদা মামুন। অভিনয়ে অপর্ণা, নাঈম, মাশিয়াত, কাজী উজ্জ্বল, রানা প্রমূখ। ‘এখানেই শেষ নয়’। প্রচার হবে রাত ৭টা ৩৫মিনিটে। রচনা মুজতবা সউদ, পরিচালনায় সকাল আহমেদ। অভিনয়ে সজল, বিন্দু, আরফান প্রমূখ।   ‘বরিশাইল্যা পোলা কোটি টাকা তোলা’-পর্ব ৫। প্রচার হবে রাত ১০টা ২৫মিনিটে। রচনা শফিকুর রহমান শান্তনু, পরিচালনায় মীর সাব্বির। অভিনয়ে জাহিদ হাসান, মীর সাব্বির, বিন্দু প্রমূখ।

চলচ্চিত্র : ‘বধূ তুমি কার’। প্রচার হবে সকাল ১০টা ২৫মিনিটে। অভিনয়ে ফেরদৌস, মৌসুমী, আমিন খান প্রমূখ। পরিচালনায় বজলুর রশীদ চৌধুরী।

দেশ টিভি
নাটক : ‘ঝুম বৃষ্টিতে একদিন’। প্রচার হবে রাত ৭টা ৪৫মিনিটে। রচনা ও পরিচালনায় অঞ্জন আইচ। অভিনয়ে সুবর্ণা মুস্তাফা, নিশো, নওশাবা প্রমূখ। ঈদ ধারাবাহিক ‘বাঘবন্দী-দ্য মাইন্ড গেম’। প্রচার হবে রাত ৯টায়। রচনা ইকবাল হোসাইন চৌধুরী। পরিচালনায় রেদওয়ান রনি। অভিনয়ে আসাদুজ্জামান নূর, আলী যাকের, শহীদুজ্জামান সেলিম, মেহজাবিন প্রমূখ।     
    
চলচ্চিত্র : `এরই নাম ভালোবাসা`। প্রচার হবে সকাল ১০টা ৩০মিনিটে। পরিচালনায় আবু সুফিয়ান। অভিনয়ে ফেরদৌস, শাবনূর, রাজ্জাক প্রমূখ।

সঙ্গীতানুষ্ঠান : ‘সোনালী দিন রূপালী গান’। প্রচার হবে বিকেল ৩টায়। অংশগ্রহণে নির্ঝর এবং সবুজ। ‘কল এর গান’। প্রচার হবে রাত ৯টা ৪৫মিনিটে। অংশগ্রহণে শ্রীকান্ত আচার্য্য।

মাছরাঙা
নাটক : বিশেষ ধারাবাহিক ‘মানিকজোড়’। প্রচার হবে সন্ধ্যা ৬টা ১০মিনিটে। রচনা ও পরিচালনায় এম আর মিজান। অভিনয়ে মোশাররফ করিম, মিলন ভট্ট, শামীমা নাজনীন, হাসান ইমাম, আরফান প্রমূখ। ‘আনন্দ যাত্রা’। প্রচার হবে রাত ৭টা ৪০মিনিটে। রচনা আশরাফুল চন্চল্। পরিচালনায় মেহেদী হাসান সজীব। অভিনয়ে আবুল হায়াত, সাদিয়া ইসলাম মৌ প্রমূখ। ‘তুলা রাশির ছেলে’। প্রচার হবে রাত ১০টা ৩০মিনিটে। রচনা ফেরদৌস হাসান। পরিচালনায় সবুর খান। অভিনয়ে সজল, মেহজাবিন, আল মনসুর, ডলি জহুর প্রমূখ।

টেলিফিল্ম : ‘সম্বোধন তিন প্রকার’। প্রচার হবে বিকেল ২টা ৩০মিনিটে। রচনা ও পরিচালনায় মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে বিদ্যা সিনহা মীম, নিশো, নাঈম প্রমূখ।

চলচ্চিত্র : ‘মিলন হবে কত দিনে’। প্রচার হবে সকাল ৯টা ৪০মিনিটে। পরিচালনায় জাকির হোসেন রাজু। অভিনয়ে রিয়াজ, শাবনূর।

সঙ্গীতানুষ্ঠান : চিরসবুজ গান। প্রচার হবে দুপুর ১টায়। উপস্থাপনায় দিনাত জাহান মুন্নী।
স্টুডিও ফোনোলাইভ কনসার্ট ‘রাঙারাত’। প্রচার হবে রাত ১১টা ৪০মিনিটে। অংশগ্রহণে জলের গান।

জিটিভি
নাটক : ‘অনুভবে অনুক্ষণে’। প্রচার হবে রাত ৯টায়। ‘উড়াল পঙ্খী’। প্রচার হবে রাত ১১টা ১৫মিনিটে।

চলচ্চিত্র : ‘ভিলেন’। প্রচার হবে সকাল ১১টা ৩০মিনিটে। অভিনয়ে মান্না, পূর্ণিমা প্রমূখ।

সঙ্গীতানুষ্ঠান : ‘গানে গানে কিছুক্ষণ’। প্রচার হবে সকাল ১০টা ৩০মিনিটে।
‘গান সাগরে ভাসি’। প্রচার হবে ৫টা ৩৫মিনিটে। অংশগ্রহণে নির্ঝর ব্যান্ড।
গানোফোন’। প্রচার হবে রাত ১২টা ২০মিনিটে। অংশগ্রহণে চিরকুট ব্যান্ড।

চ্যানেল নাইন
নাটক : ধারাবাহিক নাটক: ‘ব্লাফ মাষ্টার’ (৫ম পর্ব)। প্রচার হবে বিকেল ৫টা ৫৫মিনিটে। পরিচালনায় রাজিবুল ইসলাম রাজিব। ধারাবাহিক নাটক: ‘দ্যা গ্রেট মামা সেন্টার’ (৫ম পর্ব)। প্রচার হবে রাত ৭টা ৩৫মিনিটে। রচনা সৈয়দ জিয়া উদ্দিন জিয়া। পরিচালনায় রেজোয়ান আলম হীরা। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, নিশো, ফারাহ রুমা, জোতিকা জ্যোতি প্রমূখ। ‘সোমবার রাত সাড়ে আটটার পর’। প্রচার হবে রাত ১০টা ৩৫ মিনিটো। রচনায় স্বাদ। পরিচালনায় ফয়সাল রাজিব। অভিনয়ে তৌকির আহমেদ, ফারাহ রুমা, সাঈদ বাবু প্রমূখ।

টেলিফিল্ম : `একটি রাত অতঃপর নিঃশূন্যতা`। প্রচার হবে দুপুর ২টা ৩৫মিনিটে। রচনা ও পরিচালনায় নাজনিন হাসান চুমকি। অভিনয়ে ভাবনা, মীর সাব্বির, জলি, কে এস ফিরোজ প্রমূখ।    
    
চলচ্চিত্র : ‘দ্য স্পীড’। প্রচার হবে সকাল ১০টা ৩০মিনিটে। পরিচালনায় সোহানুর রহমান সোহান। অভিনয়ে অনন্ত জলিল, বর্ষা, আলমগীর প্রমূখ।

সঙ্গীতানুষ্ঠান : পালা গানের অনুষ্ঠান ‘ভাসান পালা-৫’। প্রচার হবে বিকেল ৪টা ৫০মিনিটে। পরিচালনা রুহুল তাপস। মিউজিকাল লাইভ অনুষ্ঠান। প্রচার হবে রাত ১১টা ৪০মিনিটে। পরিচালনা সাইফ উদ্দিন রিফাত। ঈদ স্পেশাল মিউজিক বক্স। প্রচার হবে রাত ৯টা ৩৫মিনিটে। অংশগ্রহণে ফাহমিদা নবী, কুমার বিশ্বজিৎ, শাকিলা জাফর, সুবীর নন্দী।         

এশিয়ান টিভি
নাটক : গ্রামীণফোন নিবেদিত বিশেষ নাটক। প্রচার হবে রাত ৭টা ৩০মিনিটে।
বিশেষ ধারাবাহিক ‘জীবন সংসার’। প্রচার হবে রাত ৮টা ৩০মিনিটে। প্রযোজনায় মাঈনুল হাসান খোকন। অভিনয়ে মীর সাব্বির, বাঁধন, ছবি, দিতি। অতিথি চরিত্রে অনন্ত, বর্ষা, অপু বিশ্বাস, মাইলস, তমা মির্জা, আগুন, শুভ্র দেব, নির্ঝর, ইমরান, পুতুল, নিলয়, মিম।

বিশেষ ধারাবাহিক ‘সেকেন্ড ইনিংস’। প্রচার হবে রাত ৯টা ৩০মিনিটে। প্রযোজনায় ইদ্রিস হায়দার। অভিনয়ে ইলিয়াস কাঞ্চন, চম্পা, সাবেরি আলম, আসিফ, মৌসুমী হামিদ। অতিথি চরিত্রে ফেরদৌস, ওমর সানি, আমিন খান, দিলরুবা খান, নওশীন, হিল্লোল, মিম প্রমূখ। বিশেষ ধারাবাহিক ‘অতপর বিয়ে’। প্রচার হবে রাত ১০টা ৩০মিনিটে। অভিনয়ে হাসান মাসুদ, সিদ্দিক, হাসান জাহাঙ্গীর, নাফিজা প্রমূখ।

চলচ্চিত্র : ‘সবার উপরে প্রেম’। প্রচার হবে সকাল ১০টায়। পরিচালনায় আজাদী হাসনাত ফিরোজ। অভিনয়ে শাকিব খান, রিয়াজ, শাবনূর প্রমূখ।

সঙ্গীতানুষ্ঠান : ‘ঈদের গল্পে গান’। প্রচার হবে বিকেল ৫টা ৩০মিনিটে। অংশগ্রহণে পুলক।
মিউজিক আওয়ার। প্রচার হবে রাত ১১টা ৩০মিনিটে। অংশগ্রহণে আখি আলমগীর, স্বপন বসু।

এসএ টিভি
নাটক : বিশেষ ধারাবাহিক ‘সাঙরিলা’। প্রচার হবে রাত ১০টা ৩০মিনিটে। রচনা তৌকির আহমেদ। পরিচালনায় শহীদুজ্জামান সেলিম। অভিনয়ে জাহিদ হাসান, মাহফুজ আহমেদ, শহীদুজ্জামান সেলিম, তৌকির আহমেদ, আজিজুল হাকিম, জয়া আহসান, তারিন, নওশীন, প্রসুন আজাদ, শানু।

টেলিফিল্ম : ‘উৎসবের মূর্ছনা’। প্রচার হবে বিকেল ২টা ৩০মিনিটে। অংশগ্রহণে ফকির শাহাবুদ্দিন।

সঙ্গীতানুষ্ঠান : একক সঙ্গীতানুষ্ঠান প্রচার হবে রাত ৭টা ৩০মিনিটে। অংশগ্রহণে সৈয়দ আবদুল হাদী। লাইভ সঙ্গীতানুষ্ঠান। প্রচার হবে রাত ১১টায়। অংশগ্রহণে আইয়ুব বাচ্চু।

বাংলাদেশ সময়:১৫২৩ ঘণ্টা ১৩ আগস্ট ২০১৩
এসএ/সম্পাদনা: গোলাম রাব্বানী, বিভাগীয় সম্পাদক বিনোদন, কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বিনোদন এর সর্বশেষ