ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে হযরত শাহ মোস্তফা (রহ.) এর ওরস শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০১, জানুয়ারি ১৫, ২০১৪
মৌলভীবাজারে হযরত শাহ মোস্তফা (রহ.) এর ওরস শুরু

মৌলভীবাজার: হযরত শাহ্জালাল (রহ.) এর অন্যতম সফরসঙ্গী হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.) এর ৬৭৩তম ওরস মোবারক মৌলভীবাজার শহরের মাজার প্রাঙ্গণে শুরু হয়েছে।

বুধবার ফজরের নাম‍াজ শেষে মাজারে গিলাফ ছড়ানোর মধ্য দিয়ে ওরসের কার্যক্রম শুরু হয়।

এ‍ছাড়া মাজার প্রাঙ্গণে মেলারও আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ওরস শেষ হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, হযরত শাহ জালালের নির্দেশে তার সফর সঙ্গী হযরত সৈয়দ শাহ মোস্তফা মৌলভীবাজারে ইসলাম ধর্ম প্রচারে আসেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বাংলানিউজকে জানান, ওরস উপলক্ষে মাজার ও এর আশপাশের এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৪
সম্পাদনা: সোহেলু্র রহমান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ