রূপালি পর্দায় ‘চার সতীনের ঘর’ দেখেছে দর্শক। ছবিটিতে ববিতা, দিতি, শাবনূর ও ময়ূরী ছিলেন চার সতীন।
‘নিয়ামত ও তার বিবিগণ’ নামের ছয় পর্বের একটি ধারাবাহিক নাটকে চার সতীন চরিত্রে অভিনয় করেছেন শম্পা রেজা, বিজরী বরকতউল্লাহ, অপর্ণা ঘোষ ও উর্মিলা শ্রাবন্তী কর। তাদের স্বামী নিয়ামতের ভ‚মিকায় দেখা যাবে শহীদুজ্জামান সেলিমকে। এ ছাড়াও আছেন ইন্তেখাব দিনার ও মাজনুন মিজান।
‘নিয়ামত ও তার বিবিগণ’ ধারাবাহিকটি লিখেছেন মঈন আহমেদ, পরিচালনা করেছেন অনিরুদ্ধ রাসেল। সম্প্রতি সাভারে এর দৃশ্যধারণ হয়েছে। আগামী রোজার ঈদে এটি একটি টিভি চ্যানেলে প্রচার হবে।
বাংলাদেশ সময় : ১৯০০ ঘণ্টা, জুন ১৫, ২০১৪