সাতক্ষীরা: প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার অভিযোগপত্র(চার্জশিট) আমলে নিয়েছে আদালত।
সোমবার দুপুর ৩টার দিকে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিতাই চন্দ্র সাহা এ মামলায় দাখিলকৃত চার্জশিট আমলে নিয়ে আগামী ২৮ জুন সাক্ষ্যগ্রহণের দিন ধার্যের নির্দেশ দেন।
এরই মধ্য দিয়ে শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার বিচার শুরু হলো।
সাতক্ষীরা আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওসমান গণি জানান, এক মুক্তিযোদ্ধার ধর্ষিত স্ত্রীকে দেখতে ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় আসেন শেখ হাসিনা।
ওই সময় একটি যাত্রীবাহী বাস দিয়ে রাস্তা আটকে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে তার গাড়ি বহরে হামলা চালায় বিএনপি-যুবদলের ক্যাডাররা। এ সময় সন্ত্রাসীরা গুলি ও বোমা ছুড়ে আতংক সৃষ্টি করে।
এ ঘটনায় কলারোয়া উপজেলা আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দীন বাদী হয়ে বিএনপির ২৭ নেতাকর্মীর নামে সাতক্ষীরা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। যার নন্বর সিআর ১১৭১/২০০২।
আদালত তদন্ত প্রতিবেদন চেয়ে কলারোয়া থানার ওসিকে নির্দেশ দেওয়ার পর ২০০৩ সালের ২৫ ডিসেম্বর মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়। এ মামলায় ২০০৪ সালের ২২ জানুয়ারি বাদী নারাজি পিটিশন দাখিল করেন। রিভিশন নং-১৭/২০০৪।
একই সালের ২২ এপ্রিল রিভিশনটি শুনানি শেষে মামলাটি নিষ্পত্তি হয়ে যায়। পরে মামলার বাদী উচ্চতর আদালতে ক্রিমিনাল আপিল ৫০৮৯৩/২০০৪ দায়ের করেন। উচ্চতর আদালত ২০১৩ সালের ১৮ জুলাই বাদী কর্তৃক আগেই দাখিলকৃত নারাজি পিটিশনটি পুনর্বিবেচনার আদেশ দেন।
এর পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের অক্টোবর মাসে চিফ জুডিশিযাল ম্যাজিস্ট্রেট নিতাই চন্দ্র সাহা কলারোয়া থানার ওসিকে মামলাটি এজাহার হিসেবে নিতে নির্দেশ দেন। চার্জ গঠনের মধ্যদিয়ে যার বিচার শুরু হলো।
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, জুন ০৮, ২০১৫
পিসি/