ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কলকাতার ছেলে জিবরান হত্যা মামলায় টিটু জেলে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১১

চট্টগ্রাম: বহুল আলোচিত ভারতীয় নাগরিক জিবরান তায়েবি হত্যা মামলায় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামি শিল্পপতি পুত্র ইয়াছিন রহমান টিটু আত্মসমর্পণের পর তাকে জেলহাজতে পাঠিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ এসএম মুজিবর রহমান তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।



টিটু চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানের ছেলে।

চট্টগ্রাম মহানগর আদালতের সরকারী কৌসুলী ও পিপি অ্যাডভোকেট কামাল উদ্দিন বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

মহানগর পিপি বাংলানিউজকে বলেন, ‘জিবরান তায়েবি হত্যা মামলায় টিটু মহানগর দায়রা জজ আদালত থেকে খালাস পান।

কিন্তু সরকার পক্ষ হাইকোর্টে আপিল করলে উচ্চ আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। হাইকোর্টের আদাশে টিটু আত্মসমর্পণ করলে আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আহসানুল হক হেনা বাংলানিউজকে জানান, জিবরান তায়েবি ছিলেন পশ্চিমবঙ্গ পুলিশের তৎকালীন আইজিপি’র ছেলে এবং সিইপিজেডের একটি বহুজাতিক কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা।

জিবরানের স্ত্রী তিতলী ছিলেন নগরীর একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা। জিবরান তায়েবি ও তার স্ত্রী তিতলী’র সঙ্গে এবং ইয়াছিন রহমান টিটুর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

অবৈধ প্রণয় নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে জিবরানের সঙ্গে টিটুর সম্পর্কের অবনতি ঘটে। ১৯৯৮ সালে নগরীর আগ্রাবাদ শেখ মুজিব রোডে একটি চাইনিজ রেস্টুরেণ্টের সামনে জিবরানকে গুলি করে হত্যা করা হয়।

ভারতীয় নাগরিক জিবরান তায়েবিকে হত্যার ঘটনায় সেসময় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

এ ঘটনায় ইয়াছিন রহমান টিটুসহ ছয়জনকে আসামি করে নগরীর ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করেন জিবরানের স্ত্রী তিতলি।

২০০০ সালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ৪জন আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দেন এবং টিটুসহ দু’জনকে বেকসুর খালাস দিয়ে রায় ঘোষণা করেন।

এ রায়ের বিরুদ্ধে সরকার পক্ষ হাইকোর্টে আপিল করে। কয়েক বছর ধরে চলা শুনানির পর ২০০৮ সালে হাইকোর্ট টিটুসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদন্ড দেন এবং বাকি একজনের খালাসের আদেশ বহাল রাখেন। এছাড়া হাইকোর্ট টিটুকে নিম্ন আদালতে আত্মসমর্পণেরও আদেশ দেন।

এ হত্যাকান্ডের পর থেকেই টিটু বিদেশে পলাতক ছিলেন। সম্প্রতি দেশে ফিরে তিনি সোমবার আদালতে আত্মসমর্পণ করেন।
 
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ