ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুমিল্লার প্রথম মেয়র হলেন সাক্কু

রহমান মাসুদ, রিয়াজ রায়হান, <br>কাজী এনামুল হক ও রনবীর ঘোষ কিংকর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১২
কুমিল্লার প্রথম মেয়র হলেন সাক্কু

কুমিল্লা থেকে: নবগঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী মনিরুল হক সাক্কু ২৯ হাজার  ৩০৬ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই জয়ের মধ্য দিয়ে তিনি হলেন নবগঠিত কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম মেয়র।



তিনি মোট ৬৫ হাজার ৭৭৭ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আফজল খান পেয়েছেন ৩৬ হাজার ৪৭১ ভোট।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আব্দুল বাতেন বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিটে এ ফলাফল ঘোষণা করেন।

বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয় নবগঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন।

নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির সেলিম মোট ৭ হাজার ৯৬১, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নূরুল রহমান তানিম ৮ হাজার ৫১৪, আনিসুর রহমান মিঠু ৩ হাজার ৯৯৪, শিরিন আক্তার ১ হাজার ১০৩, চঞ্চল ঘোষ ৮৯০ ও সালমান ফরিদ ৪২৭ ভোট পেয়েছেন।

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ২৭ ওয়ার্ডের ৪২১টি ভোট কক্ষে মোট ভোট পড়েছে ১ লাখ ২৭ হাজার ৭২। এর মধ্যে সঠিক হয়েছে ১ লাখ ২৫ হাজার ৫২২ ভোট।

মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ২৭৯, যার মধ্যে পুরুষ ভোটার ৮৩ হাজার ২০১ এবং নারী ৮৩ হাজার ৭৮ জন।

বাংলাদেশের ইতিহাসে প্রথম শতভাগ প্রযুক্তিনির্ভর (ইভিএম পদ্ধতি) নির্বাচন এটি। দেশের অষ্টম ও সবচেয়ে নবীণ কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে।

এদিকে সাক্কুর বিজয়ে তার প্রতিদ্বন্দ্বী পরাজিত মেয়রপ্রার্থী আফজল খানের পরিবারের পক্ষ থেকে বিজয়ী মনিরুল হক সাক্কুকে অভিনন্দন জানানো হয়েছে।

বুধবার রাতে বেসরকারি ফলাফলে সাক্কু এগিয়ে থাকায় আফজলের ছেলে ইমরান খান সাংবাদিকদের কাছে তার পরিবারের অভিনন্দন প্রকাশ করেন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার বাবা অসুস্থ থাকায় সাংবাদিকদের সামনে কথা বলতে পারছেন না। আমাদের পরিবারের পক্ষ থেকে এ ফলাফল মেনে নিয়েছি। আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি। ’

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ