ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বিনোদন

হৃদয়ে মাটি ও মানুষ : আট বছর পেরিয়ে

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১২
হৃদয়ে মাটি ও মানুষ : আট বছর পেরিয়ে

‘হৃদয়ে মাটি ও মানুষ’, শুধু কি নিছক একটি টেলিভিশন প্রোগ্রাম নাকি এক নীরব বিপ্লব! দেশের কৃষি উন্নয়নে চ্যানেল আইয়ের এ অনুষ্ঠানটি পালন করে চলেছে ব্যাপক ভূমিকা। কৃষি বিষয়ে দেশের বৃহৎ গণমাধ্যম কার্যক্রম চ্যানেল আই-এর হৃদয়ে মাটি ও মানুষ তার পথচলার আট বছর পেরিয়ে এবার পা রাখছে নয় বছরে।



কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব পথিকৃৎ শাইখ সিরাজ বাংলাদেশ টেলিভিশনে টানা দুই দশকের কৃষি ও উন্নয়ন সাংবাদিকতার ধারাবাহিকতায় ২০০৪ সালের একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চ্যানেল আইতে শুরু করেন ‘হৃদয়ে মাটি ও মানুষ’। বাংলাদেশ টেলিভিশনে ১৯৮২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তার উপস্থাপিত মাটি ও মানুষ অনুষ্ঠানই এদেশের কৃষি বিষয়ক টেলিভিশন অনুষ্ঠানের ভিত্তিভূমি বা সুতিকাগার। তার উপস্থাপনায় চ্যানেল আইতে সমকালীন কৃষি, অর্থনীতি ও উন্নয়নের তথ্যভিত্তিক বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান হিসেবে হৃদয়ে মাটি ও মানুষ শুরু হওয়ার পরপরই লাভ করে ব্যাপক দর্শকপ্রিয়তা। গ্রামীন জনগোষ্ঠি থেকে শুরু করে শহরের নীতি নির্ধারণী পর্যায়ে পর্যন্ত এ অনুষ্ঠানটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সময়ের প্রয়োজনেই দেশের কৃষি ও গ্রামীন জনজীবনের দুঃখ-কষ্ট, সংকট, বঞ্চনা, সাফল্য, সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি দেশের সংস্কৃতি, অর্থনীতি, বাজার ও জীবন ব্যবস্থার সঙ্গে কৃষি ও কৃষকের সম্পর্ক নিরূপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এ অনুষ্ঠানটি। একটি টেলিভিশন অনুষ্ঠান থেকে এই কার্যক্রম একসময় আত্মপ্রকাশ করেছে একটি সামাজিক আন্দোলন হিসেবে।  

এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পূর্ণ হয়েছে ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানের আট বছর। কোটি মানুষের আকাক্সক্ষা ও প্রত্যাশার গুরুত্ব দিয়েই ‘হৃদয়ে মাটি ও মানুষ’ দিনের পর দিন বিস্তৃত করেছে তার কর্মপরিধি।

শাইখ সিরাজের পরিকল্পনা ও পরিচালনায় হৃদয়ে মাটি ও মানুষের এসব কার্যক্রমের মধ্যে রয়েছে কৃষি বাজেট কৃষকের বাজেট, কৃষকের ঈদ আনন্দ, কৃষকের বৈশাখী আনন্দ, কৃষকের স্বাস্থ্য সেবা, চ্যানেল আই কৃষি পদক, দেশবাসীর কৃষি চিন্তা ও গবেষণার নিয়মিত সংকলন ‘জনভাষ্য’ প্রকাশনা, দৈনিক ইত্তেফাক-এ নিয়মিত কৃষি বিষয়ক পূর্ণপাতার ক্রোড়পত্র প্রকাশ ইত্যাদি। সর্বশেষ হৃদয়ে মাটি ও মানুষের বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কর্মতৎপরতায় যুক্ত হয়েছে ‘নাগরিক শিক্ষার্থীদের কৃষি ও গ্রামীন জীবনপ্রনালী বিষয়ক ব্যবহারিক শিক্ষা কার্যক্রম ‘ফিরে চল মাটির টানে’।

এক নজরে ‘হৃদয়ে মাটি ও মানুষ’

প্রথম পর্ব প্রচার : ২১ ফেব্রুয়ারি ২০০৪
প্রচারিত পর্ব সংখ্যা : ৩৯০
প্রচারিত প্রতিবেদন : ৫৩৩
সরেজমিন পর্ব ধারণ : ২২৬টি উপজেলায়
অঞ্চল ভিত্তিক পর্ব : ৫৭টি জেলা
বিদেশে পর্ব ধারণ : ১৩টি দেশে
প্রবাসী বাঙালিদের কৃষিকাজ ও উন্নয়নধর্মী প্রতিবেদন : ৮টি
হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে উঠে আসা সফল প্রতিবেদন : ১০৪টি
সমস্যা ভিত্তিক প্রতিবেদন : ৬৪টি
প্রযুক্তি বিষয়ক প্রতিবেদন : ২৫টি
জৈব কৃষি বিষয়ক প্রতিবেদনের সংখ্যা : ৬টি
বাজার ব্যবস্থাপনা ও কৃষকের দুর্দশা নিয়ে প্রচারিত প্রতিবেদন : ১৭টি।
শিল্প বর্জ্যরে আগ্রাসন বিষয়ক প্রতিবেদনের সংখ্যা : ৩টি
‘হৃদয়ে মাটি ও মানুষের ডাক’, প্রচারিত পর্বের সংখ্যা : ৩৩৫টি
‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানের বিশেষ প্রামাণ্য অনুষ্ঠানগুলোর সংখ্যা: ৩৩টি

বাংলাদেশ সময় ১৭৪৫, ফেব্রুয়ারি ২৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বিনোদন এর সর্বশেষ