ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

নীলফামারীতে তাপমাত্রা ১০ দশমিক ১০ ডিগ্রি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
নীলফামারীতে তাপমাত্রা ১০ দশমিক ১০ ডিগ্রি নীলফামারীতে তাপমাত্রা ১০ দশমিক ১০ ডিগ্রি

নীলফামারী: নীলফামারীতে শীতের তীব্রতা বাড়ছে। শনিবার (২৪ ডিসেম্বর) ভোরে তাপমাত্রা ১০ দশমিক ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।

এমন তথ্য জানিয়েছে জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।

গত কয়েকদিন ধরে দুপুর ১২টার পর সূর্যের দেখা মিললেও তাতে নেই গরমের তীব্রতা। সন্ধ্যার পর থেকে বইছে হিম শীতল বাতাস। ঘন কুয়াশায় ঢেকে আছে নীলফামারীর শহর-গ্রাম। কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৫০০ থেকে কমে ৪০ মিটারে এসেছে। সকাল ৯টা-১০টা বাজলেও যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।

এদিকে হাসপাতালগুলোতে বাড়ছে ঠাণ্ডাজনিত নানা রোগে আক্রান্তের সংখ্যা। এদের মধ্যে শিশুই বেশি।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ওয়াসিম বারী জয় বলেন, শীত যত বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যাও ততই বাড়ছে। হাসপাতালগুলোতে প্রতিদিন দেড় থেকে ২ হাজার রোগী বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে বেডের সংখ্যার চেয়েও ২ থেকে ৩ গুণ বেশি রোগী ভর্তি হচ্ছেন।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া কর্মকর্তা লোকমান হাকিম বলেন, শীতের এ তীব্রতা ক্রমেই বাড়তে থাকবে। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় কুয়াশার ঘনত্ব বাড়ছে। দৃষ্টিসীমা কম থাকায় সকালের বিমান ওঠানামায় বিলম্ব হচ্ছে। সকালের বিমানগুলো দুপুর ১২টা থেকে ১টার দিকে ওঠানামা করছে।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।