পিরোজপুর: ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় পিরোজপুরে ৪০৭ আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।
জেলার সাতটি উপজেলায় মোট ৪০৭টি আশ্রয় কেন্দ্র খুলেছে প্রশাসন।
জেলায় মোট আটটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এছাড়া মোট ৬৩টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া সেবা দিতে ১৭০০ সিপিপি সদস্য ও ৩৫০ জন স্কাউট সদস্য কাজ করবেন।
বৃহস্পতিবার (১১ মে) দুপুরে মোখা মোকাবিলায় আয়োজিত প্রস্তুতি সভা এসব তথ্য জানানো হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. জাহেদুর রহমান এতে সভাপতিত্ব করেন।
বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, মে ১২, ২০২৩
এসআই