সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চুনা নদীর বেড়িবাঁধে ধস দেখা দিয়েছে। এতে বেড়িবাঁধের ওপর নির্মিত ইট বিছানো রাস্তার মাঝ বরাবর বিশাল গর্ত হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে উপকূলীয় এ উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি বাজারের পাশে ধস দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, অতিরিক্ত জোয়ারের চাপে দুপুরের দিকে চুনা নদীর বাঁধে মাঝ বরাবর ধস নামে। এতে বেশ কিছু জায়গা দেবে গেছে। দ্রুত দেবে যাওয়া বাঁধ সংস্কার করা না হলে বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে গোটা এলাকা।
তারা আরও জানান, চুনা নদীর যে স্থানে ফাঁটল দেখা দিয়েছে, সেখানে আগে থেকে ঘেরের পানি তোলার জন্য একটি মিনি স্লুইস গেট ছিল। বিষয়টি পাউবো কর্মকর্তাদের জানালে গেটটি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু অসাধু ঘের ব্যবসায়ীরা রাতের আঁধারে সেখানে আবার পানি তোলার জন্য পাইপ বসায়। এতে অতিরিক্ত জোয়ারের চাপে জায়গাটি দেবে গেছে।
স্থানীয় বাসিন্দা জিএম রুস্তুম আলি বলেন, দুপুর ১২টার দিকে হঠাৎ ফাঁটল দেখতে পাই। অনেকটা জায়গাজুড়ে দেবে গেছে। দ্রুত ব্যবস্থা না নিলে আমরা ভেসে যাব।
শ্যামনগরের দায়িত্ব থাকা পাউবোর এসডিও মো. জাকির হোসেন বলেন, দ্রুত ব্যবস্থা নিতে ঘটনাস্থলে লোক পাঠিয়েছি।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
এসআই