ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

রাজধানীতে বৃষ্টি–জলাবদ্ধতায় ভোগান্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
রাজধানীতে বৃষ্টি–জলাবদ্ধতায় ভোগান্তি জলাবদ্ধতায় মানুষের ভোগান্তি। ছবি: শিমুল

ঢাকা: রাজধানীতে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছে। এর ফলে রাজধানীর নিচু এলাকাগুলোতে হাঁটু থেকে কোমর পানি জমে গেছে।

সড়কেও বৃষ্টির পানি জমে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এতে অনেকেই বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েন।

মগবাজার, তেজগাঁও, বিজয়নগর, রোকেয়া সরণির তালতলা থেকে মিরপুর-১০ নম্বর পর্যন্ত এলাকায় বৃষ্টির পানি জমে গেছে। এছাড়া শেওড়াপাড়া, কাজীপাড়ার আবাসিক এলাকার নিচু অলিগলিতে পানি জমে গেছে। ফার্মগেট কলমিলতা বাজার পানিতে ডুবে যাওয়ার উপক্রম। কারওয়ান বাজারের সড়কেও পানি জমে গেছে।

ঢাকার বিভিন্ন রাস্তায় পানি জমে যান চলাচল ব্যাহত হচ্ছে। রাত ১১টার দিকে রাজধানীর বেগম রোকেয়া সরণিতে কয়েকশ গাড়ি আটকা পড়ে। এর আধা ঘণ্টা আগেই বৃষ্টির পানিতে ডুবে গেছে গ্রিন রোড এলাকা।

রাত সোয়া ১০টার দিকে ওই সড়কে বহু গাড়ি আটকে থাকতে দেখা যায়। জলমগ্ন সড়কে আটকা পড়ে দীর্ঘক্ষণ কাটাতে হয়েছে অনেককে। রাত সাড়ে ১০টার দিকে নীলক্ষেত, কাঁটাবন, হাতিরপুল এলাকার সড়কেও পানি জমতে দেখা যায়।

বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাটও দেখা দিয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় পানি নিষ্কাশনে বিলম্ব হচ্ছে। এছাড়া বৃষ্টির কারণে রাজধানীর মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে। এছাড়া পানি জমে যাওয়ায় বিভিন্ন এলাকায় স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে।

পানি নিষ্কাশনে বিলম্বের কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা। ঢাকায় বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ড্রেন নেই। অনেক ড্রেন ভরাট হয়ে গেছে। ফলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতে পারছে না।

এদিকে প্রবল বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। পানিতে ডুবে অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক গাছপালাও উপড়ে পড়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকায় সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে রাত ৯টার পর কত মিলিমিটার বৃষ্টি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগামী শুক্রবার (সেপ্টেম্বর ২২) ও ঢাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
এইচএমএস/জেএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।