ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

মিধিলি: বরগুনায় ২০৫ বসতঘর বিধ্বস্ত, ৪৬ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
মিধিলি: বরগুনায় ২০৫ বসতঘর বিধ্বস্ত, ৪৬ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি

বরগুনা: ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বরগুনায় ২০৫টি বসতঘর বিধ্বস্ত ও ৪৬ হাজার ২২৬ দশমিক ৭৭ হেক্টর জমির ফসল ক্ষতি হয়েছে।  

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মিল্টন চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।

ক্ষতিগ্রস্তদের তালিকা অনুযায়ী তাদের সহায়তা করা হবে বলে জানান বরগুনা জেলা প্রশাসক (ডিসি)।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মিল্টন চাকমা বলেন, মিধিলির প্রভাবে বরগুনায় ২০৫টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সদরে ৬১, আমতলীতে ১১, তালতলীতে ৫২, বামনায় ২০, পাথরঘাটায় ২০ ও বেতাগীতে ৪১টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের সঙ্গে কথা বলে এসব ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে।  

বরগুনার ডিসি মোহা. রফিকুল ইসলাম বলেন, মন্ত্রণালয়ে ৫০০ বান্ডিল ঢেউটিনের জন্য লিখিতভাবে জানানো হয়েছে। বরাদ্দ এলে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হবে।  

এছাড়া চলতি মৌসুমে জেলার চাষকৃত ১ লাখ ৫ হাজার ১৬৪ দশমিক ৭৭ হেক্টর ফসলি জমির মধ্যে ৪৬ হাজার ২২৬ দশমিক ৭৭ হেক্টর জমির ফসল ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বরগুনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু সৈয়দ মো. জোবায়দুল আলম।  

ঘূর্ণিঝড়ের প্রভাবে বিদ্যুৎ সংযোগ লাইনের ব্যাপক ক্ষতি হলেও বর্তমানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।