ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

খুলনায় দেড় ঘণ্টায় ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, মে ৬, ২০২৪
খুলনায় দেড় ঘণ্টায় ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

খুলনা: খুলনাতে বৃষ্টি ঝরলো। বৃষ্টির সঙ্গে ছিল দমকা হাওয়া ও বজ্রপাত।

হালকা মাঝারি ও মুষলধারায় টানা দেড় ঘণ্টা বৃষ্টিপাত হয়েছে। এতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫২ মিলিমিটার।

সোমবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এ বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, তীব্র তাপপ্রবাহের পর খুলনায় স্বস্তির বৃষ্টি হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টায় বৃষ্টি শুরু হয় এবং রাত ৮টায় শেষ হয়।  টানা দেড় ঘণ্টায় ৫২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

তীব্র তাপদাহের পর বৃষ্টি নামায় অনেকেই ঘর ছেড়ে বেরিয়ে পড়েছেন রাস্তায়। অনেকে ছাদে উঠে ভিজেছেন বৃষ্টির পানিতে। বৃষ্টি যেন জীবনের গতি আরও ছন্দময় করে দিয়েছে। আকাঙ্ক্ষিত বৃষ্টিতে মন-প্রাণ জুড়িয়েছেন নগরবাসী। তবে হঠাৎ ঝড়-বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন রাস্তা-ঘাটসহ নিচু এলাকাগুলো পানিতে তলিয়ে গেছে। চারদিকে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

গত ১ মে খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড। এর আগে ২৯ এপ্রিল খুলনায় গত ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও দেখা মিলছিল না খুলনায়। অবশেষে স্বস্তির বৃষ্টি নেমে এলো সোমবার সন্ধ্যায়।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, মে ০৬, ২০২৪
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।