ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

৬ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে তাপমাত্রা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
৬ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে তাপমাত্রা

ঢাকা: ডিসেম্বরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছয় ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। এছাড়া দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে।

রোববার (০১ ডিসেম্বর) দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানিয়েছেন, দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় এক-দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, এর মধ্যে একটি নিম্নচাপ/ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। তবে তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।

ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চালে এক-দুটি মৃদু (০৮-১০° সেঃ)/মাঝারি (০৬-০৮° সেঃ) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া নদী অববাহিকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

চলতি মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। দৈনিক গড় বাষ্পীভবন থাকবে দুই দশমিক ৫০ মিলিমিটার থেকে চার দশমিক ৫০ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল হবে সাড়ে ছয় দশমিক ৫০ ঘণ্টা থেকে আট দশমিক ৫০ ঘণ্টা।

চলতি মৌসুমে ইতোমধ্যে কমতে শুরু করেছে তাপমাত্রা। থার্মোমিটারের পারদ নেমে এসেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২৪
ইইউডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।