ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, সাত এলাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, সাত এলাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’

ঢাকা: ঢাকার বায়ু ক্রমাগত দূষণের সব মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। ‘ঝুঁকিপূর্ণ’ ও ‘বিপজ্জনক’ বাতাসে থাকতে হচ্ছে নগরবাসীকে।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে ঢাকার বায়ু ফের মানের দিক থেকে ‘ঝুঁকিপূর্ণ’ অবস্থায় পৌঁছে গেল। এর স্কোর হচ্ছে ৩০২।

এদিন ঢাকার সাত এলাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। এর মধ্যে শীর্ষে রয়েছে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকা। এখানে বাতাসের একিউআই স্কোর ৫২১। এরপরেই রয়েছে বেচারাম দেউড়ি (৪৭৩), ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকা (৪২৯), গুলশান ২-এর রব ভবন এলাকা (৪২৬), গুলশান লেক পার্ক এলাকা (৪১৯), সাভারের হেমায়েতপুর (৩৪৪), পশ্চিম নাখালপাড়া (৩০৫)। তেজগাঁওয়ের শান্তা টাওয়ার এলাকা (২৯৭), মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (২৮৯), পেয়ারাবাগ রেললাইন এলাকায় (২৮৭) বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

সোমবার বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মিসরের কায়রো। ২১১ একিউআই স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (১৮০), চতুর্থ স্থানে রয়েছে ইরাকের বাগদাদ (১৭৯), পঞ্চম স্থানে রয়েছে (১৬৮)।  

সোমবার সকাল পৌনে ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।  

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১শ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।