ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

পঞ্চগড়ে কমছে দিন-রাতের তাপমাত্রা, বেড়েছে শীত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
পঞ্চগড়ে কমছে দিন-রাতের তাপমাত্রা, বেড়েছে শীত ভোরে কুয়াশাঘেরা সড়ক

পঞ্চগড়: সারা দেশের মতো উত্তরের জেলা পঞ্চগড়ে কমছে দিনের ও রাতের তাপমাত্রার ব্যবধান।

বুধবার (১ জানুয়ারি) থেকে সূর্যের মুখ দেখা না দেওয়ায় অনুভূত হচ্ছে কনকনে শীত।

অব্যাহত পাহাড়ি হিম বাতাসের ঠান্ডায় বিপাকে পড়েছে জেলার নিম্নআয়ের শ্রমজীবী মানুষ।

আবহাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে বুধবার (১ জানুয়ারি) দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে দেখা গেছে, কুয়াশা কম থাকলেও ঠান্ডার তীব্রতার কারণে বেলা বাড়লেও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মানুষের উপস্থিতি কিছুটা কম লক্ষ্য করা গেছে। এদিকে ঠান্ডার কারণে সময় মতো কাজে যেতে পারছেন না জেলার নিম্নআয়ের সাধারণ মানুষজন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বাংলানিউজকে বলেন, আকাশে মেঘ এবং মৌসুমি বায়ু নিষ্ক্রিয়তা থাকার কারণে তাপমাত্রাটা একটু বেড়েছে।

তাপমাত্রা বাড়লেও অনুভূত হচ্ছে কনকনে শীত। আগামীতে শীতের তীব্রতা বাড়ার আশঙ্ক্ষা রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।