বগুড়া: বগুড়ায় দিন দিন শীতের তীব্রতা বেড়েই চলছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে জেলায় মৌসুমের সর্বনিম্ন ১১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
শীত বাড়ায় শিশু ও বয়স্করা কষ্ট পাচ্ছেন। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ।
স্থানীয় আবহাওয়া অফিস বলছে, তাপমাত্রা আরও কমতে পারে।
এদিকে সকালে কাজের সন্ধানে বের হওয়া নিম্ন আয়ের মানুষরা সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন। কেননা কাজ না করলে তাদের খাবার সংগ্রহ করা কষ্টকর। তাই যত শীত হোক বের হতেই হবে। এখন বাতাস আর কুয়াশা থাকার কারণে কষ্ট হচ্ছে। এ কারণে অনেকে আগুনে গা তাপিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এ বছর এখনও কেউ শীতবস্ত্র নিয়ে তাদের পাশে দাঁড়ায়নি বলে জানিয়েছেন নির্মাণ শ্রমিকসহ দিনমজুররা।
পরিবহন চালকরা বলছেন, কুয়াশার কারণে দুই হাত পর পর দেখা যায় না এ কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। ধীরগতিতে চলাচল করতে গিয়ে গন্তব্যস্থলে পৌঁছাতে দেরি হচ্ছে।
বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আব্দুর রশিদ জানান, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে নামলে তখন তাকে শৈত্যপ্রবাহ বলে। বৃহস্পতিবার সকাল ৯টায় এ জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটিই এখন পর্যন্ত এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে বুধবার (১ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন ১২ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
এখন দিন দিন তাপমাত্রা কমতে থাকবে। ফলে শীত বেশি অনুভূত হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৫
এসআরএস