ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

বায়ুদূষণে আজ দ্বিতীয় ঢাকা, শীর্ষে ভারতের কলকাতা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
বায়ুদূষণে আজ দ্বিতীয় ঢাকা, শীর্ষে ভারতের কলকাতা 

ঢাকা: বায়ুদূষণে তালিকায় আজ শীর্ষে রয়েছে ভারতের কলকাতা (২৭৫)। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে বাংলাদেশের ঢাকা (২৬৫) ও পাকিস্তানের লাহোর (২২৭)।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল সোয়া ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এসব তথ্য জানা গেছে।  

এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৬৫ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।  

এদিন ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫)-এর পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ৩৮ গুণ বেশি রয়েছে।

এ সময় গোড়ান (৪৮০), মাদানি অ্যাভিনিউ (৩৯৮), ঢাকার মার্কিন দূতাবাস (৩৫৮) ও মিরপুরের ইস্টার্ন হাউজিং (৩২২) এলাকায় বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে।  
এছাড়া গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২৭৫), মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (২৬৫), গুলশান লেক পার্ক (২৫৭), তেজগাঁওয়ের শান্তা টাওয়ার এলাকা (২৫৬), কল্যাণপুর (২৪১) ও পশ্চিম নাখালপাড়া সড়কে (২২৫) বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।  

নির্দিষ্ট স্কোরের ভিত্তিতে কোনো শহরের বাতাসের ক্যাটাগরি নির্ধারণের পাশাপাশি সেটি জনস্বাস্থ্যের জন্য ভালো নাকি ক্ষতিকর, তা জানায় আইকিউএয়ার। সংস্থাটি শূন্য থেকে ৫০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘ভালো’ ক্যাটাগরিতে রাখে। অর্থাৎ এই ক্যাটাগরিতে থাকা শহরের বাতাস জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। ৫১ থেকে ১০০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘মধ্যম মানের বা সহনীয়’ হিসেবে বিবেচনা করে সংস্থাটি।

আইকিউএয়ারের ১০১ থেকে ১৫০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোরে থাকা শহরের বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ ক্যাটাগরির বিবেচনা করা হয়। র‍্যাঙ্কিংয়ে ২০১ থেকে ৩০০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়। তিনশর বেশি স্কোর পাওয়া শহরের বাতাসকে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করে আইকিউএয়ার।

সে হিসাবে আজ ঢাকায় ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাসে শ্বাস নিতে হচ্ছে নগরবাসীকে।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।