ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জলবায়ু ও পরিবেশ

দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪১, সেপ্টেম্বর ১৯, ২০২৫
দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে

দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে৷ কমছে নদ-নদীর পানি বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পাউবো জানিয়েছে, কুশিয়ারা নদী অমলশিদ (সিলেট) পয়েন্টে বিপৎসীমার ৪১ সেন্টিমিটার ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ছয় সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

গত দুদিন ধরে ধীরে ধীরে কমছে।

রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টা স্থিতিশীল থাকতে পারে। এ সময়ে তিস্তা ও দুধকুমার নদীসমূহ সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। তবে পানি সমতল দুদিনে হ্রাস পেতে পারে।

ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, ভুগাই, কংস ও জিঞ্জিরাম নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টা বাড়তে পারে এবং ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলার নদীগুলোতে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। আগামী তিনদিনে পানি সমতল কমতে পারে।

ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।