ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

বিশ্বের উষ্ণতম বছর ২০১৪

পরিবেশ-জীববৈচিত্র্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৭ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৪
বিশ্বের উষ্ণতম বছর ২০১৪

ঢাকা: এ বছর গরমের মাত্রা পৃথিবীর ইতিহাসে উষ্ণতম বলে জানিয়েছে ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের (এনওএএ) ক্লাইমেটিক ডাটা সেন্টার। বাংলানিউজ রিপোর্ট।


 
আবহাওয়া বিজ্ঞানী জ্যাক ক্রচের মতে, এবারের গরমের মাত্রা অতীতের সব রেকর্ড পেছনে ফেলে দিয়েছে। যেখানে গ্রীষ্মকালে পৃথিবীর তাপমাত্রা থ‍াকে ১.২৮ ডিগ্রি সেখানে বিশ শতকে গড় তাপমাত্রা দাঁড়িয়েছে ৬১.৫ ডিগ্রি। বাংলানিউজ রিপোর্ট।
 
তাদের মতে, সাগরতলের উষ্ণতাও অন্যান্য যেকোনো সময়ের তুলনায় বেশি। তবে এর মধ্যে সবচেয়ে শীতল ভূমি হলো মধ্য এবং পূর্ব যুক্তরাষ্ট্র। বাংলানিউজ রিপোর্ট।
 
একই মত প্রকাশ করেছে নাসা, গডডার্ড ইনস্টিটিউট ফর স্পেস স্টাডিস এবং জাপানের আবহাওয়া অধিদপ্তর। বাংলানিউজ রিপোর্ট।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad