ঢাকা: পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে পশ্চিমদিকে সরে যাওয়ায় উপকূলে সতর্কতা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতর।
শনিবার (০৮ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদফতর সূত্র জানায়, পশ্চিম-মধ্য এবং তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিমদিকে সরে গিয়ে দুর্বল হয়ে পড়েছে।
যে কারণে চট্রগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
এটি ক্রমান্বয়ে আরো দুর্বল হয়ে পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলেও জানায় আবহাওয়া অধিদফতর।
** বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, উপকূলে সতর্কতা
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৪