ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

পরিচ্ছন্নতায় সচেতনতা সৃষ্টিতে রাজধানীতে শপথ অনুষ্ঠান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৪
পরিচ্ছন্নতায় সচেতনতা সৃষ্টিতে রাজধানীতে শপথ অনুষ্ঠান

ঢাকা: ‘ক্লিন বাংলা, গ্রিন বাংলা’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করতে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে শপথ অনুষ্ঠানের আয়োজন করেছে সামাজিক সংগঠন সুইচ ও এশিয়ান অ্যাসোসিয়েশন এডুকেশন অ্যান্ড এক্সচেঞ্জ।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ ও বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ ৩০টি বিশ্ববিদ্যালয়েল পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী।



ইয়াকুব নবির সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাবির উপ-উপাচার্য প্রফেসর শহীদ আকতার হোসাইন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মো. আনসার আলী খান, আশা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ডালিম চন্দ্র বর্মন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক ক্যাপ্টেন রাকিব উদ্দিন, জাপানের সিস্টেম ইঞ্জিনিয়ার সুনেগা হিরোকি, সুইচের চিফ কো-অর্ডিনেরটর আবু জাফর।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সুইচের কো-ফাউন্ডার ও সেক্রেটারি মো. মুইনুল ফয়সাল।  

শপথ বাক্যে পাঠ করানো হয়, ‘আমি আজ এই অনুষ্ঠান থেকে শপথ করছি যে, ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে আমার চারপাশ পরিষ্কার রাখবো। গাছ কাটা থেকে বিরত থেকে গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করবো। পরবর্তী প্রজন্ম যাতে দূষণমুক্ত নিঃশ্বাস নিতে পারে সে জন্য নিজে সচেতন থাকবো, অন্যকেও সচেতন করবো। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কাজ থেকে বিরত থাকবো। আমি আমার প্রিয় মাতৃভূমির প্রতিটি স্থান পরিচ্ছন্ন রাখতে স্বেচ্ছায় সচেতন নাগরিকের ভূমিকা পালন করবো। ’

বাংলাদেশ সময়: ২২৫৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।