ঢাকা, মঙ্গলবার, ২৭ কার্তিক ১৪৩১, ১২ নভেম্বর ২০২৪, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

রাজাপুরে ৫ মেছো বাঘের বাচ্চা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
রাজাপুরে ৫ মেছো বাঘের বাচ্চা উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে পাঁচটি সদ্যজাত মেছো বাঘের বাচ্চা উদ্ধার করেছে এলাকাবাসী।  
 
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার বাইপাস মোড়ের দিঘিরপাড় এলাকার নতুন রাস্তার পাশ থেকে বাচ্চাগুলো উদ্ধার করা হয়।

 
 
স্থানীয়রা জানায়, দুপুরে নতুন রাস্তার পাশে স্থানীয় কয়েকজন মেছো বাঘের বাচ্চাগুলো দেখতে পায়। খবর ছড়িয়ে পড়লে অনেক মানুষ সেখানে জড়ো হয়। পরে, সেখান থেকে বাঘের বাচ্চাগুলো বস্তায় ভরে লোকালয়ে নিয়ে আসা হয়।  
 
কয়েক মাস ধরে ওই এলাকার জঙ্গলে চিতা বাঘের উপদ্রব সৃষ্টি হয়েছে। বেশ কয়েকটি ছাগলছানা, হাঁস-মুরগি নিখোঁজ হওয়ার ঘটনা ঘটছে। তবে, এলাকায় কোনো মেছো বাঘ দেখা যায়নি।
 
বিকেল সাড়ে ৪টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাঘের বাচ্চাগুলো স্থানীয়দের হেফাজতে রয়েছে। স্থানীয়রা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশকে জানালেও বিকেল পর্যন্ত প্রশাসন বা বন বিভাগের কেউ বাচ্চাগুলো উদ্ধার বা অবমুক্ত করার পদক্ষেপ নেয়নি।
 
এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা আলমগীর হোসেনের সঙ্গে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।
 
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।