ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

ময়মনসিংহে প্রকৃতি মেলার র‌্যালি অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
ময়মনসিংহে প্রকৃতি মেলার র‌্যালি অনুষ্ঠিত

ময়মনসিংহ: ‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুন্দর জীবন’ স্লোগানে চ্যানেল আই প্রকৃতি মেলা-২০১৫ উপলক্ষে ময়মনসিংহে এক মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শহরের টাউন হল এলাকায় এসব কর্মসূচি পালিত হয়।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে এ মানববন্ধন ও র‌্যালির আয়োজন করা হয়।

পরিবেশ বিজ্ঞানী অধ্যক্ষ ড. শাহাব উদ্দিনের সভাপতিত্বে র‌্যালি ও মানববন্ধন কর্মসূচির উদ্বোধন করেন মকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ আমির আহাম্মেদ চৌধুরী রতন।

মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য দেন, বিশিষ্ট সাংবাদিক এ এইচ এম মোতালেব, কবি ইয়াজদানী কোরাইশী কাজল, বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার শরীফ, অ্যাডভোকেট শিব্বির আহাম্মেদ লিটন, ব্যবসায়ী এ কে এম নুরুল হক, প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্য সচিব শেখ মহিউদ্দিন আহাম্মদ প্রমুখ।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের টাউন হলে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।