ঢাকা, শনিবার, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

গাজীপুর ও নরসিংদীতে তিন কারখানাকে জরিমানা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
গাজীপুর ও নরসিংদীতে তিন কারখানাকে জরিমানা

ঢাকা: পরিবেশ দূষণের দায়ে গাজীপুর ও নরসিংদী জেলার তিনটি কারখানাকে ২৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
 
বুধবার (০৪ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরে তলব করে শুনানি শেষে এসব কারখানার মালিক ও প্রতিনিধিদের এ জরিমানা করা হয়।



পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, তরল বর্জ্য তুরাগ নদে ফেলে দূষণের দায়ে বিকেবাড়ী এলাকার ওয়ান কম্পোজিট মিলস লিমিটেডকে ১০ লাখ ও লক্ষ্মীপুরা এলাকার স্প্যারো অ্যাপারেলস লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া পরিবেশ ছাড়পত্র ছাড়া অকার্যকর ইটিপির মাধ্যমে ডাইং চালানোর দায়ে নরসিংদীর পাঁচদোনা এলাকার আব্দুল্লাহ ডাইং ইন্ডাট্রিজকে ১০ লাখ টাকা জরিমানা করা হয় বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।