জয়পুরহাট: দেশের বৃহত্তম জয়পুরহাট চিনিকলের পচাঁ বর্জ্য তুলসীগঙ্গা নদীতে ফেলার প্রতিবাদে এবং নদী রক্ষার দাবিতে মানববন্ধন ও পথসভা করেছে আক্কেলপুর প্রেসক্লাবের সদস্যরা।
বুধবার বেলা ১১টার দিকে আক্কেলপুর উপজেলা পরিষদ চত্বরের প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
‘তুলসীগঙ্গা নদী বাঁচাও পরিবেশ রক্ষা কর’ স্লোগানে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কমল, পৌর মেয়র আলমগীর চৌধুরী বাদশা, রুকিন্দিপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম মাহফুজ চৌধুরী অবসর, মহিলা ভাইস চেয়ারম্যান আছিয়া খানম সম্পা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নবীবর রহমান, মুজিবর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোকছেদ আলী, প্রেসক্লাবের সভাপতি ওমপ্রকাশ আগরওয়ালা প্রমুখ।
মানববন্ধন শেষে জয়পুরহাট চিনিকলের বর্জ্য তুলসীগঙ্গা নদীতে না ফেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) গোলাম মো. শাহনেওয়াজের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫