ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

সুন্দরবন রক্ষায় ১০ দফা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
সুন্দরবন রক্ষায় ১০ দফা ছবি: জাহিদ সাইমন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: স‍ুন্দরবন এলাকায় রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা বাতিল, বনের ভেতর দিয়ে নৌযান চলাচল বন্ধসহ সুন্দরবন রক্ষায় ১০ দফা দাবি জানিয়েছে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।



বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক ড. আব্দুল মতিন বলেন, সুন্দরবনকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে অবিলম্বে সুন্দরবন এলাকায় সব স্থাপনা উচ্ছেদ করতে হবে। রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ পরিকল্পিত সব প্রকল্প বাতিল করতে হবে। বন্ধ করতে হবে সুন্দরবনের ভেতরের সব নদীতে সব ধরনের নৌযান চলাচল।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, তেল-গ্যাস-বন্দর রক্ষা জাতীয় কমিটির সংগঠক ও সিপিবির কেন্দ্রীয় সদস্য রুহীন হোসেন প্রিন্স, বাপার সদস্য কামরুল আহসান খান, ঘুড়ি ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা বেনু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।