ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

বৃহস্পতিবার আন্তর্জাতিক পোল্ট্রি শো-সেমিনার শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
বৃহস্পতিবার আন্তর্জাতিক পোল্ট্রি শো-সেমিনার শুরু ছবি : দেলোয়ার হোসেন বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের পোল্ট্রি শিল্পের সবচেয়ে বড় আসর ৯ম আন্তর্জাতিক পোল্ট্রি শো ও সেমিনার ২০১৫ শুরু হতে যাচ্ছে।

আগামী ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হবে।



ওয়ার্ল্ডাস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখা (ডব্লিউপিএসএবিবি) পোল্ট্রির ওপর এ সেমিনার ও শো’র আয়োজন করেছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘ভবিষ্যত প্রজন্মের জন্য নিরাপদ খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে পোল্ট্রি শিল্পের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকের শুরুতে ডব্লিউপিএসএবিবি’র সভাপতি মসিউর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী এ আয়োজন চলবে। অতীতের যেকোনো সময়ের তুলনায় এবারের আয়োজনটি হবে অনেক বেশি গুরুত্বপূর্ণ  এবং আকর্ষণীয়।

মসিউর জানান, এবারের শো’তে ১৪৭ টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। তিন দিনের এ সেমিনারে ৪৭টি টেকনিক্যাল পেপার উপস্থাপন করা হবে। বর্ধিত জনসংখ্যার ডিম ও মুরগির মাংসের চাহিদা মেটাতে এবং আগামী ২০২০ সাল নাগাদ পোল্ট্রি শিল্প যে লক্ষ্যে পৌঁছাতে চায় তা অর্জনের ক্ষেত্রে ওই পোল্ট্রি শো ও সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রায় তিন ঘণ্টাব্যাপী গোলটেবিল বৈঠকে দেশের বিভিন্ন পুষ্টিবিদ ও প্রাণি সম্পদ বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।