ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

পাখি বাঁচাতে নড়াইলে সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫
পাখি বাঁচাতে নড়াইলে সংবাদ সম্মেলন

নড়াইল: পাখির অভয়াশ্রম ও নিরাপদ আবাসস্থল সুরক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নড়াইলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ মার্চ) বিকেলে নড়াইলের নড়াগাতি থানার পানিপাড়ায় অবস্থিত অরূনিমা রিসোর্ট গলফ ক্লাবের চিত্রা কনভেনশন সেন্টারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্রিয়াব)।



অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ট্রিয়াব-এর সভাপতি খবির উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়দিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক এবি এম কামরুজ্জামান ও নড়াগাতি থানার জয়নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দীন চৌধুরী।

প্রায় ৫০ একর জায়গা জুড়ে অবস্থিত অরুনিমা ইকো পার্কে বছরের অধিকাংশ সময়ে দেশি এবং অতিথি মিলিয়ে কয়েক লাখ পাখি থাকে। এ সময় ব্যক্তি উদ্যোগে দেশের বৃহত্তম এই পাখির আবাসস্থলটি বাঁচানোর দাবি করা হয়।


ছায়া সুনিবিড় মনোমুগ্ধকর পরিবেশে গড়ে উঠেছে দেশের অন্যতম অরুনিমা রিসোর্ট অ্যান্ড গলফ ক্লাব। এখানে ২৩ একরেই রয়েছে মনোমুগ্ধকর লেক। আর লেক ও লেকের পাড়ে বিভিন্ন প্রকার ফলজ ও বনজ গাছ রয়েছে, আর সেইসব গাছে বসে অতিথি পাখিসহ দেশি পাখির মেলা।

এছাড়া আরো রয়েছে কৃষিভিত্তিক খামার ব্যবস্থা, যেখানে দেশি-বিদেশি কর্পোরেটসহ পর্যটকরা এসে নিজেকে হারিয়ে ফেলেন প্রকৃতির মাঝে।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।