ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

বাগমারায় ২ ইটভাটা মালিককে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫
বাগমারায় ২ ইটভাটা মালিককে জরিমানা

রাজশাহী: লাইসেন্স না থাকা ও ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করায় রাজশাহীর বাগমারা উপজেলায় অভিযান চালিয়ে দু’টি ইটভাটা মালিককে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২০ মার্চ) ৠাব-৫ এর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

পরে ভ্রাম্যমাণ আদালত জরিমানা আদায় করা হয়।

ৠাব-৫ এর রেলওয়ে কলোনি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর্জা গোলাম সারোয়ার জানান, পরিবেশ রক্ষায় জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল আরেফিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাগমারা থানার সূর্যপাড়া এলাকার ‘মেসার্স দেওয়ান ব্রিকস ফিল্ড’ এর মালিক রাজিবুল ইসলামকে ২০১৩ সালের ইট প্রস্তুত আইনের ৪ ধারা লঙ্ঘনের দায়ে ১৪ ধারা অনুযায়ী দেড় লাখ টাকা এবং সুজনপাড়া এলাকায় অবস্থিত ইটভাটা ‘মেসার্স রতন ব্রিকস ফিল্ড’ এর মালিক মমতাজ উদ্দীন ওরফে মন্টুকে দেড় লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন আদালত।

তবে আদালতে ভুল স্বীকার করা ও জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে দেওয়ায় কারাদণ্ড‍াদেশ থেকে অব্যাহতি দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।