ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

নলডাঙ্গায় সাপের মিলনের বিরল দৃশ্য (ভিডিও সহ)

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৫
নলডাঙ্গায় সাপের মিলনের বিরল দৃশ্য (ভিডিও সহ)

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগরে সাপের মিলনের বিরল দৃশ্য প্রত্যক্ষ করা গেছে।
 
বুধবার (০১ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার মাধনগর গ্রামের মকিম মন্ডলের পুকুরে এ দৃশ্য দেখা যায়।


 
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় আধা ঘণ্টাব্যাপী এ ঘটনা চলতে থাকে। এ সময় অনেকেই প্রত্যক্ষ করেন এ দৃশ্য। এ সময় অনেকে মোবাইল ফোনে দুর্লভ এ দৃশ্য ধারণ করেন।  
 
রাব্বী হোসেন নামে কলেজ পড়ুয়া এক ছাত্র দুপুরে নাটোর প্রেসক্লাবে মোবাইলে ধারণ করা এ ঘটনার ভিডিও চিত্র নিয়ে আসেন।
 
পুকুর মালিক মকিম মন্ডল ও এলাকাবাসী জানান, প্রতিদিনের মতো দুপুরে  পুকুর পাড়ে গোসল ও নিত্য প্রয়োজনীয় কাজের জন্য গ্রামের নারীরা যান। এ সময় দৃশ্যটি দেখতে পেয়ে তারা সবাইকে জানান।  
 
এ তথ্য দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক জনতা পুকুর পাড়ে ভিড় জমায়।  

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।