ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

কমলগঞ্জে মায়া হরিণ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
কমলগঞ্জে মায়া হরিণ উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় একটি মায়া হরিণ উদ্ধার করেছে বনবিভাগের কর্মীরা।
 
বুধবার (০৮ এপ্রিল) সকালে উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের গোলেরহাওর এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়।

দুপুরে হরিণটিকে সিলেটের টিলাগড় বনবিটে হস্তান্তর করা হয়।
 
বনবিট কর্মকর্তা শাহান শাহ্ আকন্দ বাংলানিউজকে জানান, সকালে ভারত সীমান্তবর্তী সংরক্ষিত বনাঞ্চলের গোলের হাওর এলাকায় টহলকালে মায়া হরিণটি দেখতে পায় বনকর্মীরা। পরে, সেটি উদ্ধার করেন তারা।
 
ধারণা করা হচ্ছে- ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ধাওয়া খেয়ে মায়া হরিণটি সীমান্তের কাটা তারের বেড়ার ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। হরিণটি লম্বায় তিন ফুট ও উচ্চতায় প্রায় দুই ফুট। হরিণটির পিঠে ও মাথায় কাটার আঘাত রয়েছে।  
 
কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জ কর্মকর্তা মামুন আল আমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, প্রাথমিক চিকিৎসা দিয়ে হরিণটি দুপুরে সিলেটের টিলাগড় বনবিটে হস্তান্তর করা হয়েছে।  
 
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫      
এমজেড 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।