ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

পরিবেশ দূষণ

না.গঞ্জে ৪ কারখানাকে ২৮ লাখ টাকা দণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
না.গঞ্জে ৪ কারখানাকে ২৮ লাখ টাকা দণ্ড ফাইল ফটো

নারায়ণগঞ্জ: পরিবেশ দূষণের অভিযোগে নারায়ণগঞ্জে চার কারখানাকে ২৮ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ওই চার কারখানা মালিক ও তাদের প্রতিনিধিদের তলব করে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরে শুনানি শেষে এ দণ্ড দেওয়া হয়।



পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, পরিবেশ দূষণের অভিযোগে নারায়ণগঞ্জের রূপঞ্জের সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৫ লাখ, একই এলাকার গৌরী ডাইং অ্যান্ড ফিনিশিং মিলসকে ১৩ লাখ, সিদ্ধিরগঞ্জের ব্যাবিলন নিট কম্পোজিটকে ৬ লাখ ও  আড়াইহাজারের সুমি প্রিন্টিং অ্যান্ড উইভিংকে ৪ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।