ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

মৌলভীবাজার চা বাগানে ১৩ ফুট অজগর উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
মৌলভীবাজার চা বাগানে ১৩ ফুট অজগর উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলায় গিয়াসনগর ইউনিয়নের প্রেমনগর চা বাগান থেকে ১৩ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে প্রেমনগর চা বাগানের পারল ঢিলা থেকে অজগরটি উদ্ধার করেন বাগানের শ্রমিকরা।



ওই বাগানের শ্রমিক উত্তম বিকমণ বাংলানিউজকে জানান, বিকেলে বাগানের পারল ঢিলায় জঙ্গল পরিস্কার করতে যান তিনি। এ সময় হঠাৎ দেখতে পান বিশাল আকারের ওই অজগরটি একটি ছাগল ধরে খাচ্ছে। তিনি ভয়ে চিৎকার করলে এলাকাবাসী এসে অজগরটি আটক করে।

বিভাগীয় বন কর্মকর্তা ও (বণ্যপ্রাণী) মো. তৌফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, খবর পেয়ে অজগরটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছেন তারা।

তিনি আরো জানান, অজগরটি প্রায় ১৩ ফুট লম্বা। খাদ্যের সন্ধানে এটি লোকালয়ে চলে এসেছে। পর্যবেক্ষণ শেষে যেকোনো দিবসে গণ্যমান্য বক্তিদের নিয়ে আজরগরটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।