ঢাকা: দক্ষিণ চিলির পাথুরে উপকূলে ২০টির বেশি মরা তিমি পাওয়া গেছে বলে জানিয়েছে উপকূল কর্তৃপক্ষ। শনিবার (০৯ মে) স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানায়।
জার্মানীর জীববিজ্ঞানী ভ্রেনি হাসার্মানের নেতৃত্বে একদল বিদেশি বিজ্ঞানী ওই এলাকায় গবেষণার কাজে গিয়ে ২০টির বেশি মরা তিমি দেখতে পান।
চিলির জাতীয় মৎস্য সংস্থা জানায়, কোথাও কোনো আহত তিমির দেখা মেলেনি। যে কারণে ধারণা করা হচ্ছে, এটা শিকারিদের কাজ না। সংক্রমণ থেকে এমনটা হয়ে থাকতে পারে।
হাসার্মান আরও বলেন, আমি গত ১৫ বছরে ওই এলাকায় এ ধরনের কোনো ঘটনা দেখিনি। গত এপ্রিল মাসের ২১ তারিখেও আমি ওই এলাকায় ছিলাম। শহর থেকে ফিরেই চোখে পড়ে এতগুলো তিমি মারা গেছে।
বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, মে ০৯, ২০১৫
এটি/এএ