ঢাকা: মানুষ ও প্রাণি সংরক্ষণের জন্য গ্রিন অস্কার খ্যাত ‘হোয়াইটলি’ পুরস্কার পেয়েছেন বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির (বিএনএইচএস) বিজ্ঞানী ড. প্রমোদ প্যাটেল।
তার ‘কনজারভেশন অব দ্য গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড’ শীর্ষক গবেষণা প্রকল্পের জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে বলে শুক্রবার (০৮ মে) স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়।
লন্ডনে ‘গ্রান্ড সিরিমনি ইন রয়্যাল জিওগ্রাফিক সোসাইটি’ অনুষ্ঠানে প্রমোদ প্যাটেলের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রমোদ প্যাটেল বিএনএইচএস-এ অ্যাডভোকেসি অফিসার হিসেবে কর্মরত। রাজস্থানের থর মরুভূমিতে করা তার এ গবেষণা চারণভূমির প্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
হোয়াইটলি ফান্ড-এর প্রতিষ্ঠাতা এডওয়ার্ড হোয়াইটলি বলেন, এ গবেষণা চালাতে গিয়ে তাদের নানা প্রতিকূলতার মধ্যে পড়তে হয়েছে। তবে এটা কেবল বন্যপ্রাণি সংরক্ষণের ক্ষেত্রেই নয়, মানুষ জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
২০০৯ সালে প্রমোদ পাটেল ‘কনজারভেশন অব দ্য গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড’-এর গবেষণা কাজ শুরু করেন।
বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, মে ০৯, ২০১৫
এটি/এএ