ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

মৌলভীবাজারে সাদা লক্ষ্মীপেঁচা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, মে ১২, ২০১৫
মৌলভীবাজারে সাদা লক্ষ্মীপেঁচা আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: মৌলভীবাজার শহরের বনশ্রী এলাকা থেকে অক্ষত অবস্থায় একটি বিরল প্রজাতির সাদা লক্ষ্মীপেঁচা আটক করা হয়েছে।

মঙ্গলবার (১২মে) দুপুরে পেঁচাটি আটক করে স্থানীয়রা।

পাখিটি প্রায় ৩ ফুট লম্বা।

স্থানীয় এলাকাবাসী সুলেমান মিয়া জানান, দুপুরে এলাকার একটি বরইগাছে পেঁচাটিকে দেখতে পান তারা। ভয় দেখাতে ঢিল ছুড়লে পেঁচাটি উড়াল দিয়ে পাশের দেয়ালে এসে বসে। পরে তারা কয়েকজন মিলে পেঁচাটি ধরেন।

এদিকে, বিরল প্রজাতির সাদা লক্ষ্মীপেঁচা আটকের খবর পেয়ে বন বিভাগের লোকজন বিকেলে পাখিটি তাদের হেফাজতে নিয়ে যায়।

মৌলভীবাজার বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জার ইমাম উদ্দিন বাংলানিউজকে  জানান, আশেপাশে পাহাড় থাকায় এই প্রজাতি ছাড়াও আরও অনেক প্রজাতির পেঁচার বসবাস করছে এ এলাকায়।

তিনি জানান, পেঁচাটি পুরোপুরি সুস্থ রয়েছে। এটিকে বনে অবমুক্ত করা হবে।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, মে ১২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।