লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে কবুতরে রানীক্ষেত রোগে ২১ দিনে উপজেলার বিভিন্ন গ্রামে ২ হাজারেরও বেশি কবুতর মারা গেছে।
এলাকাবাসী জানান, কমলনগরে অধিকাংশ বাড়িতে ৮ থেকে ১০ জোড়া কবুতর পালন করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, গত তিন সপ্তাহে উপজেলার চরকাদিরা,ফলকন, জাঙ্গালিয়া, চরমার্টিন ও লরেন্স, চরবসু পাটোয়ারীরহাটসহ বিভিন্ন এলাকায় রানীক্ষেত রোগ ছড়িয়ে পড়ে। আক্রান্ত হয় কয়েক হাজার কবুতর। আক্রান্তের মধ্যে বিভিন্ন প্রজাতির দুই হাজারেরও বেশি কবুতর মারা যায়।
ক্ষতিগ্রস্ত চরফলকন গ্রামের সাহাব উদ্দিন হেনজু বাংলানিউজকে জানান, এ রোগে আক্রান্ত হয়ে তার উন্নত জাতের ২৫টি কবুতরের মৃত্যু হয়েছে।
জয়নাল আবেদীন জানান, দুই সপ্তাহে বিভিন্ন প্রজাতির অন্তত ২০টি কবুতার মারা যায়। এতে তার প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়।
এছাড়াও চরমার্টিন গ্রামের মোসলেহ উদ্দিন, সাহেবেরহাট এলাকার তাজলমিয়া ফলকন গ্রামের ইব্রাহিম হুজুর, চর জাঙ্গালিয়া গ্রামের রাসেল, তোরবগঞ্জ এলাকার আরিফসহ অনেকেরই পোষা কবুতর মারা গেছে।
কমলনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আরিফ মঈন উদ্দিন বাংলানিউজকে বলেন, রানীক্ষেত রোগে উপজেলায় প্রায় ২ হাজার কবুতরের মৃত্যু হয়েছে। এ রোগ থেকে রক্ষা পেতে চাষিদের পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, মে ১৮, ২০১৫
পিসি/