ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

বন্দুক-ছুরি চালাতে সিদ্ধহস্ত সিল যুগল!

পরিবেশ-জীববৈচিত্র্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, মে ২৯, ২০১৫
বন্দুক-ছুরি চালাতে সিদ্ধহস্ত সিল যুগল!

ঢাকা: রাষ্ট্র পরিচালনায় প্রাণীর ব্যবহার নতুন কিছু নয়। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, এ উপমহাদেশে এক সময় রাজা-মহারাজারাও প্রশাসনিক কাজে বিভিন্ন প্রাণীদের ব্যবহার করতো।



বর্তমান সময় এসেও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে প্রাণীরা।

বিস্ফোরক শনাক্ত, মাদকদ্রব্য শনাক্তের কাজে কুকুর, শিম্পাঞ্জি, বানর ব্যবহারের কথা আমাদের জানা। কিন্তু সম্প্রতি সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে এক সিল যুগলকে। এদের নাম পুহ ও লাস্কা।

দক্ষ শিকারি হিসেবে এমনিতেই সুনাম রয়েছে সিল মাছের। হিংস্রতার দিক থেকে কম যায় না এরা। স্বজাতিদের সঙ্গে লড়াই শুরু হলে রক্তাক্ত না হওয়া পর্যন্ত কেউ কাউকে ছাড়ে না।

এই হিংস্র প্রাণীকে বশ মানিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত দুই সিল গুলি চালানো, পানির নিচে কুচকাওয়াজ করা, মুখে ধরে ছুরি চালানো, দেশের পতাকা ওড়ানোতে সিদ্ধহস্ত।

আর এসব কসরত দেখতে এসেছিলেন খোদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সম্প্রতি রাশিয়ার স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্য বাহিনীর মতই সামরিক পোশাক পড়ে সশস্ত্র প্রদর্শনীতে অংশ নেয় তারা।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, মে ২৯, ২০১৫
এসএন/এটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।