ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

ফার্মগেট পার্ক উন্নয়নে মেয়রকে উদ্যোগ নেওয়ার আহ্বান

পরিবেশ-জীববৈচিত্র্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, জুন ৪, ২০১৫
ফার্মগেট পার্ক উন্নয়নে মেয়রকে উদ্যোগ নেওয়ার আহ্বান

ঢাকা: রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেট পার্ক উন্নয়নে মেয়রকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)।

বৃহস্পতিবার (০৪ জুন) এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, রাজধানীবাসী জন্য ফার্মগেট পার্ক খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ময়লা-আবর্জনা, অব্যবস্থাপনা, নিরাপত্তাহীনতাসহ নানা সমস্যায় পার্কটি সাধারণ মানুষের ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সিটি করপোরেশনের মেয়রকে আমরা আহ্বান জানাচ্ছি নাগরিকদের সঙ্গে নিয়ে  পার্কটির উন্নয়নে উদ্যোগ নিতে।

এ উপলক্ষে বেলা ১১টায় ফার্মগেট পার্কে ‘শহর আমার, দায়িত্ব আমার’ স্লোগান নিয়ে যৌথভাবে প্রচারাভিযান চালায় পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও বারসিক।

এসময় তেজগাঁও কলেজের একদল শিক্ষার্থী ফার্মগেট পার্কটি রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে প্রতিশ্রুতি জানায়।

প্রচারাভিযানের পবার চেয়ারম্যান আবু নাসের খান, বারসিক’র কর্মসূচি কর্মকর্তা ফেরদৌস আহমেদ উজ্জল, সমন্বয়কারী সৈয়দ আলী বিশ্বাস, এবিএম তৌহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, শিল্পী বৈদ্য, পবার সহ-সম্পাদক মো. নজরুল ইসলাম, পরিবেশ উন্নয়ন সোসাইটির সভাপতি বোরহান উদ্দিন, গ্রিনমাইন্ড সোসাইটির সভাপতি আমির হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।