ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

খুলনা বিশ্ববিদ্যালয়ের লেকে ৬০টি কচ্ছপ অবমুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, জুন ৪, ২০১৫
খুলনা বিশ্ববিদ্যালয়ের লেকে ৬০টি কচ্ছপ অবমুক্ত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: বর্ডার গার্ড বাংলাদেশর (বিজিবি) জব্দ করা ৬০টি কচ্ছপ খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) লেকে অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে (০৪ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বিশ্ববিদ্যালয় লেকে কচ্ছপগুলো অবমুক্ত করেন।



এ সময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টিপু সুলতান, বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সোহেলা সরকার ও ওয়াইল্ডলাইফ রেঞ্জার মোহাম্মদ হেলিম রায়হানসহ খুবি’র সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সম্প্রতি বেনাপোলের পুটখালি সীমান্ত দিয়ে পাচারকালে এ ৬০টি কচ্ছপ জব্দ করা হয়। পরে এগুলো বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়।  

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
এমআরএম/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।