ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

মাছের অভয়ারণ্য আড়পাঙ্গাশিয়া খাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
মাছের অভয়ারণ্য আড়পাঙ্গাশিয়া খাল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া খালকে স্থানীয় প্রজাতির মাছের অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টার দিকে আড়পাঙ্গাশিয়া খালে কৈ, শিং, মাগুর, শৌল, টেংরা, পুটি, মলা, ঢেলাসহ স্থানীয় বিভিন্ন প্রজাতির প্রায় ২০ হাজার মাছের পোনা অবমুক্ত করে খালটিকে অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়।



মাছের পোনা অবমুক্তকালে উপস্থিত ছিলেন-স্থানীয় ধূমঘাট শাপলা নারী উন্নয়ন সংগঠনের সভানেত্রী অল্পনা রানী, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সদস্য সুধাংশু মিস্ত্রী, আড়পাঙ্গাশিয়া আইপিএম কৃষি ক্লাবের সদস্য সাধু রঞ্জন জোয়ারদার, কৃষক নিরঞ্জন কুমার জোয়ারদার, বাবলু জোয়ারদার প্রমুখ।  

এ বিষয়ে ধূমঘাট শাপলা নারী উন্নয়ন সংগঠনের সভানেত্রী বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষক অল্পনা রানী বলেন, আমাদের বেঁচে থাকার জন্য স্থানীয় প্রজাতির মাছের বৈচিত্র্য টিকিয়ে রাখা খুবই জরুরি। ধূমঘাট শাপলা নারী উন্নয়ন সংগঠন, আড়পাঙ্গাশিয়া আইপিএম কৃষি ক্লাব ও স্থানীয় ইউনিয়ন পরিষদের উদ্যোগে ঘোষিত এ অভয়ারণ্য পারিবারিক পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
এসআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।