ঢাকা: অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ডকোস্ট অঞ্চলে দেখা মিললো বিরল প্রজাতির সাদা তিমি। আর সাগরের স্বচ্ছ পানিতে অদ্ভুত সুন্দর সাঁতার কাটার সে দৃশ্য উপভোগ করতে পেরেছেন মাত্র কয়েকশো মানুষ।
সোমবার (১০ আগস্ট) দেখা মেলে এ তিমিটির।
সাদা এ হাম্পব্যাক তিমিটির বয়স মনে করা হচ্ছে বছর পাঁচেক। আর সবশেষ ২০১১ সালে এ প্রজাতির তিমির দেখা মেলে নিউজিল্যান্ডে। অস্ট্রেলিয়ায় এরা মিগালু নামেও পরিচিত।
এই প্রজাতির তিমি প্রথম শনাক্ত হয় ১৯৯১ সালে। অ্যান্টার্কটিকা থেকে উষ্ণতার জন্য গোল্ডকোস্ট দিয়ে উত্তরে চলা নব প্রজাতির ২৩ হাজার তিমির মধ্যে এটিই একমাত্র অ্যালবিনো হাম্পব্যাক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
এএ