ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

বদরগঞ্জে ৪৫ কেজির বাঘা আইড়

সাইফুর রহমান রানা, ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
বদরগঞ্জে ৪৫ কেজির বাঘা আইড় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: রংপুরের বদরগঞ্জ উপজেলায় বিক্রির জন্য নিয়ে আসা হয়েছে ৪৫ কেজি ওজনের একটি বাঘা আইড় মাছ।

সোমবার (৩১ অগাস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই মাছ ফেরি করে বিক্রি করতে দেখা যায়।



জানা গেছে, গাইবান্ধা জেলার বালাশিঘাট যমুনা নদী থেকে জেলে সাদেকের জালে এই মাছ ধরা পড়ে। অধিক লাভের আশায় সাদেক ও মমতাজ গাইবান্ধা থেকে মাছটি রংপুরের বদরগঞ্জে বিক্রি করার জন্য নিয়ে আসে। তাদের বাড়ি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নে।

সাদেক ও মমতাজ প্রতি কেজি মাছের দাম এক হাজার দুইশত টাকা হাঁকেন। তবে বিকেল ৩টা পর্যন্ত মাছটির কোনো ক্রেতা পাওয়া যায়নি।
 
জেলে সাদেক আলি ও মমতাজ আলি জানান; ভাল দামের আশায় বালাশিঘাট থেকে মাছটি তারা রংপুরের বদরগঞ্জে নিয়ে এসেছেন। তারা যে দাম হাঁকছেন তার চেয়ে কিছু কম হলেও মাছটি বিক্রি করে দেবেন। বিকেল পর্যন্ত ওই মাছের দাম উঠেছে ৩৫ হাজার টাকা। ৪০ হাজার টাকা হলে তারা বিক্রি করবেন বলে জানান।

এদিকে মাছটিকে এক নজর দেখার জন্য ওই এলাকায় উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।