ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

মার্কিন আকাশে সরীসৃপ পাখি টিরোসর!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
মার্কিন আকাশে সরীসৃপ পাখি টিরোসর!

ঢাকা: সম্প্রতি, মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি শহরে সরীসৃপ জাতীয় পাখি আকাশে উড়তে দেখেছেন নগরবাসী। এ পাখি দেখতে অনেকটা কোটি কোটি বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া উড়ন্ত ডাইনোসরের মতো।

যদিও এটি ডাইনোসর নয়।

তবে কোটি কোটি বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া লম্বা ঠোঁটওয়ালা উড়ন্ত ডাইনোসরের মতোই দেখতে ছিল পাখিটা। উড়তে দেখে পাখি মনে হলেও হচ্ছিল, এটি কোনো প্রাণী কিংবা গ্লাইডার, যা বিশাল ডানা মেলে উড়ে চলেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ইদাহোর বয়িস এলাকার আকাশে সরীসৃপ জাতীয় পাখি উড়তে দেখে অনেকেই ভিডিও করেন। তবে সংবাদমাধ্যম জানাচ্ছে, উড়ন্ত ডাইনোসরের মতো দেখতে এ পাখিটির নাম টিরোসর (Pterosaur)।

এই টিরোসরের বড় বড় পাখির মতো বড় ডানা, খুবই লম্বাকৃতির ঠোঁট রয়েছে। যারা এটিকে উড়তে দেখেছেন, তারাই অবাক হয়েছেন, হারিয়ে যাওয়া উড়ন্ত ডাইনোসর দেখছেন ভেবে।

এটা দেখতে কখনো মনে হয়েছে গ্লাইডার; কখনো মনে হয়েছে, ঘুড়ি। তবে এটি আসলে কী, তা নিয়ে অনেকের মধ্যেই কৌতুহল ছিল।

সংবাদমাধ্যম জানাচ্ছে, বিশ্বজুড়েই টিরোসরের দেখা মেলে। সরীসৃপের মতো দেখতে আবার পাখির মতো উড়তে পারে বলে, বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন টিরোসর।

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস এবং ক্যালিফোর্নিয়ার আকাশে এ টিরোসরকে উড়তে দেখেছেন অনেকেই। ১৯৭৬ সালে হারলিংয়েনে এবং স্যান অ্যান্টিনিওতে এবং ১৯৮২ সালে লস ফ্রেসনোসে টিরোসরকে উড়তে দেখেছেন অনেকে। অনেকে আবার কানসাস, উটাহ, অ্যারিজোনা, ওহিও, ইদাহোসহ অনেক এলাকাতেই উড়তে দেখেছেন। তবে সচরাচর এটিকে দেখা যায় না।

জানা গেছে, অফ্রিকা এবং প্যাসেফিক দ্বীপে অনেক টিরোসর উড়তে দেখা গেছে। ১৯২৩ সালে জাম্বিয়ায় এ ধরনের পাখি উড়তে দেখা যাওয়ার পর এর নাম দেওয়া হয়- কোঙ্গামোটো (Kongamoto)। এর পরিভাষা হচ্ছে, অতিবহনকারী নৌকা। সেখানে প্রাণিজাতীয় যে পাখি আকাশে উড়তে দেখা গিয়েছিল, সেটি টিরোসরের মতোই বলে দাবি করা হয়।

পাপুয়া নিউগিনিতেও অনেক টিরোসর উড়তে দেখা গেছে। সেখানে একে রোপেন (Ropen) বলে ডাকা হয়। এটি যখন ওড়ে তখন অদ্ভুত আচরণ করতে দেখা যায় পাখিটির।

গবেষকরা জানিয়েছেন, টিরোসরের কয়েক ধরনের প্রজাতি ৬ কোটি ৫০ লাখ বছর ধরে টিকে আছে জঙ্গলে লুকিয়ে থেকে। এদের বেশির ভাগই পাওয়া যাবে আফ্রিকার জঙ্গলে।

তারা জানাচ্ছেন, আকৃতি দেখে বোঝার উপায় নেই যে টিরোসর পাখি। আবার যখন আকাশে বিশাল পাখা মেলে ওড়ে, তখন মনে হবে না এটা প্রাণী। যখন কেউ এটিকে উড়তে দেখেন, তখন নতুনভাবেই যেন আবিষ্কার করেন টিরোসরকে, যা সরীসৃপ জাতীয় পাখি। ছয় কোটি ৫০ লাখ বছর পার করেও যা বিপন্ন অবস্থায় নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে আজও। মাঝে মাঝে আকাশে উড়ে জানান দেয়, নিজেদের অস্তিত্ব।

বাংলাদেশ সময়: ০০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।