বরিশাল: জেলার গৌরনদী উপজেলার দক্ষিণ মাহিলাড়া গ্রামে কৃষিবান্ধব ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) প্রজেক্ট উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আব্দুল আজিজ ফরাজি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রজেক্ট উদ্বোধন করেন।
এ উপলক্ষে দক্ষিণ মাহিলাড়া গ্রামের সফল কৃষক বিপুল হালদারের বাড়িতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।
এতে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরিশাল অঞ্চলের উপ-পরিচালক কৃষিবিদ রমেন্দ্র নাথ বাড়ৈ, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি সহায়ক প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ হরিদাস শিকারী, গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নজরুল ইসলাম ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা।
উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুমানা আফরোজ, হানিফ হাওলাদার, কৃষক আবু সাঈদ চোকদার, বিপুল হালদার প্রমুখ।
সভা শেষে অতিথিরা শতাধিক কৃষকের মধ্যে ফলদ গাছের চারা বিতরণ করেন।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এসআই